1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

এবার ঢাকা মাতাবেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪৭ Time View

গত কয়েক মাসে ঢাকায় গান পরিবেশন করেছেন পাকিস্তানি শিল্পী রাহাত ফাতেহ আলী খান, আতিফ আসলাম থেকে শুরু করে ব্যান্ড ‘কাভিশ’। সামনে ১১ এপ্রিল ঢাকায় গান শোনাবেন মুস্তাফা জাহিদ, ২ মে শোনাবেন আজমত আলী। এবার জানা গেল, পাকিস্তানের বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী আইমা বেগ প্রথমবারের মতো ঢাকায় গাইতে আসবেন।

ইয়ামাহা মিউজিকের আয়োজনে ১২ এপ্রিল ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ শিরোনামের একটি কনসার্টে গান গাইবেন তিনি।
কনসার্টের ভেন্যু রাজধানীর সেনা প্রাঙ্গণ। বিষয়টি ইয়ামাহা মিউজিকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, কনসার্টটি নিয়ে এরই মধ্যে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। শিগগিরই অনলাইনে টিকিট ছাড়া হবে।

আইমা বেগ ১৯৯৫ সালে লাহোরে জন্মগ্রহণ করেন। তার ছোটবেলা কেটেছে ওমানে। লাহোর বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র বিষয়ে পড়েছেন। প্রথমে ২০১৪ সালে সাউন্ডক্লাউডে কয়েকটি গান প্রকাশ করেন আইমা।
এর পর থেকে তিনি সামাজিক মাধ্যমে খ্যাতি অর্জন করেন। খানিকটা পরিচিতি পাওয়ার পর ‘দুনিয়া নিউজ’ চ্যানেলের কমেডি অনুষ্ঠান ‘মাজাক রাত’ অনুষ্ঠানে পাকিস্তানের কিংবদন্তি কমেডিয়ানদের সঙ্গে কাজ করেন তিনি।

২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথম প্লেব্যাক করেন আইমা বেগ। এরপর ‘কালাবাজ দিল’, ‘এহলে দিল’ ও ‘বি-ফিকরিয়ান’ সিনেমায় গান গেয়ে পাদপ্রদীপের আলোয় আসেন। এর মধ্যে ‘কালাবাজ দিল’ সিনেমায় গান গেয়ে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার পান।
তার আরেকটি জনপ্রিয় গান ‘ইশক আতীশ’ রাশিয়ান একটি টেলিভিশন ধারাবাহিকে বাজানো হয়। গানটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। কোক স্টুডিও পাকিস্তানের তিনটি সিজনেও গেয়েছেন আইমা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ