1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

ঢাকাকে চতুর্থ হারের স্বাদ দিলো সিলেট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ২০ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চলতি আসরে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ঢাকা ক্যাপিটালস। ১৮০ রানের লড়াকু পুঁজি সংগ্রহের পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সহজ জয় তুলে নেয় সিলেট টাইটান্স। এটি সিলেটের আট ম্যাচে চতুর্থ জয়, বিপরীতে ছয় ম্যাচে ঢাকার এটি চতুর্থ হার।

বৃহস্পতিবার সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান করে সিলেট টাইটান্স।

তবে সিলেটের ইনিংসের দৃশ্যপট বদলে দেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। ১৮ ওভার শেষে দলটির সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৩৫ রান। তবে ১৯তম ওভারে নাসির হোসেনের ওপর রীতিমতো তাণ্ডব চালান মঈন।

সেই ওভারে তিন ছক্কা ও দুই চারে তিনি তোলেন ২৮ রান। মাত্র ৮ বলে ২৮ রানের এই ঝড়ো ক্যামিওতে ভর করেই ১৮০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় সিলেট। এ ছাড়া আরিফুল হক ৩৮, আজমতউল্লাহ ওমরজাই ৩৩ ও পারভেজ ইমন ৩২ রান করেন।

ঢাকার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জিয়াউর রহমান, ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট। এ ছাড়া ইমাদ ওয়াসিম ও নাসির হোসেন একটি করে উইকেট শিকার করেন।

তবে বড় লক্ষ্য তাড়ায় ঢাকাকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার আব্দুল্লাহ আল মামুন ও রহমানুল্লাহ গুরবাজ। ১১ বলে ২৪ রান করে মামুন ফিরলে ভাঙে ৫৬ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার গুরবাজ করেছেন ৫১ রান।

তিনে নেমে সুবিধা করতে পারেননি নাসির হোসেন। ৭ বলে ৩ রান করেন তিনি। চারে নেমে ব্যর্থ শামিম হোসেন। সাজঘরে ফেরেন এক রানে। এরপর সাইফ হাসান, সাব্বির রহমানরা ভালো শুরু পেলেও প্রয়োজনীয় রান রেট অনুযায়ী রান তুলতে পারেননি। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৬০ রানের বেশি করতে পারেনি ঢাকা।

সিলেটের বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সালমান ইরশাদ। তিনি ৪ ওভারে মাত্র ২৫ রান খরচায় নেন ৩ উইকেট। মঈন আলী বল হাতেও কার্যকর ছিলেন, ৪ ওভারে ২০ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ