1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

সমালোচনা করতে গিয়ে জনদাবি থেকে সরা যাবে না : তারেক রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪১ Time View

সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘এমনটা ঘটলে দেশের সব সম্ভাবনা বিনষ্ট হয়ে যেতে পারে। এখানে যেসব দল এসছে, সব দলের আদর্শ এক হবে না। তবে মূল বিষয়টি এক জায়গায়।
সেটা হলো গণতান্ত্রিক মানবিক বাংলাদেশে। যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে।’

মঙ্গলবার (১১ মার্চ) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘সংস্কারের প্রয়োজন রয়েছে।
বিএনপি দায়িত্ব পেলে জনগণের চাহিদা অনুযায়ী তা বাস্তবায়ন করবে। এ সময় নির্বাচন ও সংস্কারের পাশাপাশি স্বাস্থ্য, বাজারব্যবস্থা এবং নিত্যপণ্যের দাম নিয়ে ডিবেট হওয়া উচিত।
নিত্যপণ্যের দাম নাগালে আনতে রাজনৈতিক দলগুলো কেন বির্তক করছে না। ক্ষমতায় এলে মানুষের সমস্যা কিভাবে সমাধান করা হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করতে হবে।

তিনি বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যেটা আলোচিত- সেটা হলো সংস্কার। আমরা এখানে যারা আছি, বিগত ১৫ বছর ধরে আন্দালন-সংগ্রাম করেছি আমাদের হারিয়ে যাওয়া ও ডাকাতি করে নেওয়া সেই অধিকারের জন্য। এখন বিভিন্ন আলোচনা চলছে। আমরা যেসব রাজনৈতিক দল এখানে আছি- দেশের মানুষকে মুক্ত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি- একটি পরিবর্তনের জন্য, ভালো একটি পরিবর্তনের জন্য, মানুষের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য।’

তিনি আরো বলেন, ‘সংস্কার আপনারা যদি খেয়াল করে দেখেন, এই মুহূর্তে যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, অবশ্যই সেটির দরকার আছে।
বাংলাদেশের যে পার্লামেন্ট ব্যবস্থা আছে, এটা দ্বিকক্ষ হলে কী কী ভালো হতে পারে। এটি নিয়ে আলোচনা হচ্ছে, এর পক্ষে-বিপক্ষে মতামত হতে পারে। একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না; তাহলে স্বৈরাচারের যে প্রবৃত্তি সেটা দূর করা সম্ভব হবে। এই প্রস্তাবগুলো বিএনপির দিক থেকে আগে দেওয়া হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের বিষয়ে আলোচনায় এসেছে।’

তারেক রহমান বলেন, ‘আমরা রাজনীতি করি কাকে ঘিরে? এই দেশের জনগণকে ঘিরে। আমাদের রাজনৈতিক দলগুলোকে সেভাবেই সংস্কার প্রস্তাবনা দিতে হবে। আমরা সেভাবেই দিচ্ছি। কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো আরো কিছু প্রস্তাব উপস্থাপনা করছি না। আমি তো মনে করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, এ ক্ষেত্রগুলো আরো গুরুত্বপূর্ণ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ