1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন

অমর্ত্য সেনের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৫৯ Time View

অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে চলমান পরিস্থিতি কথা বলেছেন। ওই সাক্ষাৎকারে অমর্ত্য সেন বাংলাদেশ সেনাবাহিনী, গণমাধ্যম ও সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দির ভাঙচুরসহ নানা বিষয় তুলে ধরে উদ্বেগ জানিয়েছেন। বাংলাদেশে প্রসঙ্গে অমর্ত্য সেনের এসব বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

অমর্ত্য সেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলেছেন মন্তব্য করে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন শফিকুর রহমান।
ওই পোস্টে জামায়াত আমির লেখেন, ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মত কথা বলেছেন। জানি না তার বিবেক কোথায়? বাংলাদেশকে সহনশীলতার সবক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন, সেই সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করুন।

পোস্টে আরো লেখেন, বাংলাদেশের জনগণ টানা সাড়ে ১৫ বছর সেক্যুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে।
তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন। যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।

জামায়াতে ইসলামী সম্পর্কে যা বলেছেন তার বদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছেন। বাস্তবতা পুরোটাই উল্টো।

আমির পোস্টে লেখেন, সংখ্যালঘু বলে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন, সেই সমস্ত ভাই-বোনদের ওপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ। সাহস থাকলে তা বলে দিন। পারবেন না। কারণ আপনারা সীমাবদ্ধ সুশীল।

তিনি আরো লেখেন, বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে সময়-অসময়ে নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ