1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

যুদ্ধে নিহত শত শত সেনার মরদেহ গ্রহণ করেছে কিয়েভ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৪৮ Time View

রাশিয়ান বাহিনীর সঙ্গে যুদ্ধে নিহত শত শত ইউক্রেনীয় সেনার মৃতদেহ গ্রহণ করেছে ইউক্রেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার কিয়েভ এই খবর জানিয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার আক্রমণের পর থেকে এবারের মৃত সেনাদের ফেরাই ছিল সবচেয়ে বড় প্রত্যাবাসন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ক্রেমলিন ইউক্রেনে সেনাবাহিনী মোতায়েনের পর থেকে মস্কো এবং কিয়েভের মধ্যে সহযোগিতার কয়েকটি ক্ষেত্রের মধ্যে রয়েছে বন্দিদের বিনিময় এবং তাদের দেহাবশেষ ফেরত পাঠানো।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ইউক্রেনের সমন্বয় সদর দপ্তর জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিহত ৭৫৭ সেনার মরদেহ ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। তারা উল্লেখ করেছে, ৪৫১ জনের মৃতদেহ দোনেতস্ক থেকে ফিরিয়ে আনা হয়েছে। যে শহরে একসময় প্রায় ৬০ হাজার বাসিন্দা ছিল। কিন্তু শহরটি কয়েক মাসের রুশ বোমাবর্ষণে বিধ্বস্ত হয়েছে এবং বর্তমানে ক্রেমলিনের শীর্ষ সামরিক অগ্রাধিকার।

বিবৃতিতে আরো বলা হয়েছে, রাশিয়ার অভ্যন্তরে মর্গ থেকে ৩৪ জনের মৃতদেহ ফিরিয়ে আনা হয়েছে। সেখানে গত আগস্টে কিয়েভ রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে এক আকস্মিক আক্রমণ চালিয়েছিল।

রাশিয়া এবং ইউক্রেন উভয় সামরিক মৃত্যুর সংখ্যা রাষ্ট্রীয়ভাবে গোপন রাখে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত ডিসেম্বরে প্রকাশ করেছিলেন, ২০২২ সাল থেকে ৪৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত এবং তিন লাখ ৭০ হাজার সেনা আহত হয়েছে।
তবে মোট সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে।

অন্যদিকে রাশিয়া নিহত হওয়া সেনাদের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করে না। এ ছাড়া নিহত হওয়া সেনাদের মরদেহ ফিরিয়ে নেওয়ার বিষয়েও কিছু জানায় না।

সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ