1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন

ওয়ালটন ১৪তম জাতীয় ক্রিকেট লীগ চারজন পেলো এ্যান্ড্রোয়েট স্মার্ট মোবাইল সেট

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ নভেম্বর, ২০১২
  • ১০৯ Time View

পূর্ব ঘোষণা অনুযায়ী ওয়ালটন ১৪তম জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচের প্রথম দিনের খেলায় বিশেষ পুরস্কার ওয়ালটন এ্যান্ড্রোয়েট স্মার্ট মোবাইল সেট পেয়েছে চারজন।

খুলনা আবু নাসের স্টেডিয়াসে খেলা শেষে কুপন ড্রয়ের মাধ্যমে দুজন বিজীয় নির্বাচিত করা হয়েছে। দর্শকদের মধ্যে বিজয়ী হয়েছেন মুশফিকুর রহমান এবং সাংবাদিদের মধ্যে থেকে বিজয়ী হয়েছেন ক্রিড়া জগৎ ও খুলনা থেকে প্রকাশিত সময়ের খবরের সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রিকেট দল এবং রংপুর বিভাগের খেলোয়ার নাসির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের এজিএম মিল্টন আহমেদ এবং খুলনা বিভাগীয় স্টেডিয়ামের ম্যানেজার মি: কচি।

দিনের অপর খেলা অনুষ্ঠিত হয় রাজশাহী স্টেডিয়ামে রাজশাহী বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যে। খেলা শেষে দর্শদের মধ্যে থেকে কুপন ড্রয়ের মাধ্যমে দুজন বিজয়ী নির্বাচিত করা হয়। নির্বাচিত দুজন হলো: দর্শন বিজয়ী রয়েল এবং সাংবাদিক বিজয়ী এনটিভির রিপোর্টার রিজভী। বিজয়ীদের একটি করে এ্যান্ড্রোয়েড স্মার্ট মোবাইল সেট দেয়া হয়।

এর আগে গত ২২ অক্টোবর বিসিবি’র সাথে আনুষ্ঠানিক চুক্তি অনুষ্ঠানে ওয়ালটনের ক্রিয়েটিভ ও পাবলিকেশন বিভাগের অতিরিক্ত পরিচালক উদয় হাকিম এই বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন। সে দিন তিনি বলেন, ‘আমরা এই টুর্নামেন্টে বিশেষ কিছু পুরস্কারের ব্যবস্থা রেখেছি। যাতে করে টুর্নামেন্টটি আরো আকর্ষণীয় হয়। মাঠে যে সব সাংবাদিক প্রতিদিন দায়িত্ব পালন করবেন তাদের মধ্যে লটারির মাধ্যমে একটি ওয়ালটন এ্যান্ড্রোয়েট স্মার্ট মোবাইল সেট দেয়া হবে। যেসব দর্শক প্রতিদিন মাঠে খেলা দেখবেন তাদের মধ্যেও লটারির মাধ্যমে একই মোবাইল সেট পুরস্কার দেয়া হবে। এছাড়া প্রতি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ পাবে একই মোবাইল সেট। সঙ্গে থাকছে সেরা ব্যাটসম্যান, সেরা বোলার আর সেরা ফিল্ডারের জন্য পুরস্কার হিসেবে থাকছে ২২ ইঞ্চি এলইডি টিভি।

ঢাকায় ওয়ালটনের স্মার্টফোন পেলেন যারা

শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে এসে ওয়ালটনের স্মাট ফোন জিতলেন পল্লবীর গার্মেন্টস কর্মী মো. রফিক। আর সাংবাদিকদের মধ্য থেকে স্মার্টফোন জিতেছেন ৭১ টিভির স্পোর্টস রিপোর্টার সামিউল টিটো।

বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বিসিবি’র পরিচালক এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, ওয়ালটনের এইচআরএম বিভাগের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান এবং ক্রিয়েটিভ ও পাবলিকেশন বিভাগের প্রধান উদয় হাকিম।

মো. রফিক বলেন, ভাবতেও পারিনি খেলা দেখতে এসে এতো দামি একটি মোবাইল ফোন পাবো।  ছুটির দিন বলে খেলা দেখতে এসেছিলাম। এরকম পুরষ্কারের আয়োজন হলে খেলা দেখতে আসবেন বলে জানান তিনি। ব্যতিক্রমী আয়োজনের জন্যে তিনি ওয়ালটনকে ধন্যবাদ জানান। ৭১ টেলিভিশনের স্পোর্টস রির্পোটার সামিউল টিটো বিসিবি এবং বিশেষ করে ওয়ালটনকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, বিকেএসপি বাদে অন্য ভেন্যুগুলোতে দর্শক ও সাংবাদিকদের জন্য প্রতিদিনই এরকম পুরষ্কারের ব্যবস্থা করেছে ওয়ালটন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ