অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিন-ইসরায়েল

অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিন-ইসরায়েল

গাজা সিটি: অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিন ও ইসরায়েল। মিশরের মধ্যস্থতায় রোববার উভয়পক্ষ এ ব্যাপারে একমত হয়েছে বলে জানা গেছে।

সাম্প্রতিক সহিংসতায় ৯ জন ফিলিস্তিনি এবং একজন ইসরায়েলি নিহত হওয়ার পর বিবদমান দেশ দুটি এই সিদ্ধান্তে উপনীত হলো।

গাজা উপত্যকায় ইসলামপন্থী দুই প্রধান দল হামাস ও ইসলামিক জিহাদের সূত্র জানিয়েছে, রোববার সকালে ইসরায়েলের সঙ্গে তাদের অস্ত্রবিরতি চুক্তি হয়েছে।

সূত্র আরও জানায়, মিশরের মধ্যস্থতায় বৈঠকে নেতৃত্ব দিয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, শনিবার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ইসলামিক জিহাদের ৯ জন সদস্য নিহত হয়েছে। জবাবে রোববার জিহাদের রকেট হামলায় এক ইসরায়লি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত আগস্টে গাজায় ফিলিস্তিনি ইসলামপন্থী সংগঠনের সঙ্গে ইসরায়েলের অস্ত্রাবিরতি চুক্তির পর গত দুই দিনের সহিংসতা ছিল সবচে ভয়াবহ।

আন্তর্জাতিক