1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

জামায়াত-পুলিশ সংঘর্ষে পল্টন রণক্ষেত্র, পুলিশের গাড়িতে আগুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১২
  • ১২২ Time View

জামায়াত-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর নয়া পল্টন ও পুরানা পল্টন এলাকা।

বিকের পৌনে পাঁচটার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সদ্য কারান্তরীণ গোলাম আযমের মুক্তির দাবিতে জামায়াত কর্মীরা একটি মিছিল বের করলে ধাওয়া দেয় পুলিশ। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

জামায়াত কর্মীরা বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে পুলিশের একটি গাড়ি (ঢাকা মেট্রো ঘ ০২-২১৫১) পুড়িয়ে দিয়েছে। ওই গাড়ির চালক মতিঝিল থানার পিআই আবুল বাসার মারাত্মকভাবে আহত হয়েছেন। বাসার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মাত্র ১৫/২০ মিনিটের এ সংঘর্ষে দৈনিক বাংলা, পুরানা পল্টন ও বিজয়নগর মোড়ে গাড়ি ভাঙচুর করে জামায়াত কর্মীরা। কয়েকটি পাবলিক পরিবহনও পুড়িয়ে দেয় তারা। এ সময় আশপাশের রাস্তাগুলোতে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এক পর্যায়ে পুলিশি তৎপরতার মুখে জামায়াত কর্মীরা মূল রাস্তা ছেড়ে গলিপথগুলোতে ঢুকে পড়ে। রাস্তার মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থান নেয়।

বিকেল  সোয়া পাঁচটার দিকে আবার দু’একটি করে যান চলতে শুরু করে।

মতিঝিল থানার ডিসি আনোয়ার হোসেন বলেন, আবুল বাসার যখন ফকিরাপুল থেকে মতিঝিলের দিকে আসছিলেন তখন ৩-৪শ’ জামায়াত-শিবির কর্মীরা তার গাড়ির ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা বাসারকে গাড়ি থেকে বের করে এনে পিটিয়ে গুরুতর আহত করে।

জামায়াত-শিবিরের ৩ কর্মীকে পুলিশ আটক করেছেন বলে জানান তিনি।

 

Source: Banglanews24.com

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ