1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

মহাকাশ মিশনে সেঞ্চুরি করল ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২
  • ১৬২ Time View

ফ্রান্স ও জাপানের দু’টি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশ মিশনে সেঞ্চুরি পূর্ণ করল ভারত।

এ ঘটনাকে ‘অসাধারণ সাফল্য’ বলে র্বণনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

রোববার ফ্রান্সের একটি পর্যবেক্ষণ স্যাটেলাইট এবং জাপানের একটি মাইক্রো স্যাটেলাইট নিয়ে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি-সি২১ সফলভাবে উৎক্ষিপ্ত হয়।

এ মহাসাফল্যের দিনটি মহাসমারোহে উদযাপন করেছেন ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান রিসার্চ অর্গানাইজেশনের (আইএসআরও) বিজ্ঞানীরা।

প্রধানমন্ত্রী মনমোহন সিং আইএসআরও’র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, “মহাকাশ গবেষণার সক্ষমতায় জাতির জন্য এটা একটা মাইলস্টোন।”

উল্লেখ্য, ১৯৬০’র দশক থেকে সক্রিয়ভাবে মহাকাশ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ভারত। ইতোমধ্যে তারা নিজেরসহ অন্যান্য দেশের জন্য অনেক স্যাটেলাইট মহাকাশে সফলভাবে স্থাপন করেছে।

প্রসঙ্গত, উন্নয়নশীল দেশের মধ্যে ভারত মহাকাশ গবেষণায় অনেকখানি এগিয়ে গেছে। এ ধরনের কর্মসূচিতে দেশটি কোটি কোটি ডলার খরচ করছে।

অব্যাহত সাফল্যের ধারাবাহিকতায় ভারত সম্প্রতি মঙ্গল অভিযানের ঘোষণা দিয়েছে। তারা মঙ্গলের কক্ষপথে একটি মনুষ্যবিহীন স্যাটেলাইট পাঠানোর উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে।

এছাড়া, চার বছর আগে চন্দ্রায়ন নামে একটি ভারতীয় স্যাটেলাইট চাঁদে পানির অস্তিত্বের প্রমাণ পায়। এবার তারা চাঁদে রোবট পাঠানোর পরিকল্পনা করেছে। ২০১৪ সালের মধ্যে এ রোবট পাঠানো হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ