1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

‘দুর্যোগ ঝুঁকিতে ফেলতে পারে অর্থনীতিকে’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ আগস্ট, ২০১২
  • ১১০ Time View

প্রাকৃতিক দুর্যোগের কারণে অর্থনীতি বেসামাল হওয়ার ঝুঁকিতে বিশ্বের যে কয়টি দেশ রয়েছে, তার মধ্যে বাংলাদেশও রয়েছে বলে একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে।

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ম্যাপলক্রফট বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যে বিরূপ প্রভাব পড়বে, তার ভিত্তিতে এই প্রতিবেদন করা হয়েছে।

বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও ইরানের মতো এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোতে ভূমিকম্প, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ অর্থনীতিকে ঝুঁকিপূর্ণ করতে পারে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

ম্যাপলক্রফটের সহকারী পরিচালক হেলেন হজ বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে বিভিন্ন ধরনের দুর্যোগের সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে।

তালিকা অনুযায়ী, প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ১০টি দেশ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়তে পারে, তার মধ্যে বাংলাদেশ একটি।

বাংলাদেশসহ এশিয়ার এই দেশগুলোতে দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে ম্যাপলক্রফট বলেছে। এসব দেশের দুর্যোগ কাটিয়ে ওঠার সক্ষমতা কম বলে ঝুঁকি বেশি বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

হেলেন হজ বলেন, তারা ১২টি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বিবেচনায় নিয়ে অর্থনীতির ওপর সেগুলোর কী প্রভাব পড়তে পারে, তার হিসাব করে এই তালিকা করেছেন।

ভঙ্গুর অর্থনীতি, দরিদ্র জনগোষ্ঠী, অনেকে সমুদ্রপৃষ্ঠ থেকে খুব কম উচ্চতায় বাস করায় এবং কোনো প্রাকৃতিক দুর্যোগের পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সম্পদের অপ্রতুলতার কারণে প্রাকৃতিক দুর্যোগে এসব দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাবের ঝুঁকি বেশি।

জাপানে গতবছরের ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট সুনামির মতো বড় কোনো দুর্যোগ হলে তার ক্ষত সামলে অর্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে এসব দেশের কয়েক বছর সময় লেগে যাবে বলে মনে করছে ম্যাপলক্রফট।

বাংলাদেশে গত এক দশকে সিডর ও আইলার মতো ঘূর্ণিঝড় আঘাত হানে, তার ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশকে কয়েকবছর পার করতে হয়েছে। আইলায় ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় এখনো অনেক বাঁধ মেরামত করা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ