1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন

থ্যালেসেমিয়া রোগীদের পাশে এয়ারটেলের “এম-টিকেটিং”

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০১২
  • ১৫৯ Time View

থ্যালেসেমিয়া রোগীদের পাশে দাঁড়িয়েছে বিশ্বের অন্যতম প্রধান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল। তারা বাংলাদেশে প্রচলন করেছে অভিনব সেবা “এম-টিকেটিং।

থ্যালেসেমিয়া রোগীদের চিকিৎসার উদ্দেশে বাংলাদেশ সরকার অনুমোদিত এ লটারির আয়োজন করেছে বাংলাদেশ থ্যালেসেমিয়া সোসাইটি।

লটারি থেকে সংগৃহীত অর্থ ব্যয় করা হবে থ্যালসেমিয়া আক্রান্ত দুস্থ রোগীদের চিকিৎসায়।

সর্বোচ্চ অর্থ সংগ্রহে সহযোগিতার উদ্দেশে এ মহতী উদ্যোগে যোগ দিয়েছে এয়ারটেল বাংলাদেশ।

এয়ারটেলের গ্রাহকরা “বাংলাদেশ থ্যালেসিমিয়া লটারি ২০১১” এর টিকিট এসএমএস এর মাধ্যমে কিনতে পারবেন এবং একটি ফিরতি এসএসএম’র মাধ্যমে টিকিটের ক্রম নম্বর জানিয়ে দেওয়া হবে গ্রাহকদের।

টিকিট কিনতে “বিটিএস” লিখে এসএমএস করতে হবে ১৬২৪৪ নম্বরে। টিকিটের মূল্য ১০ টাকা। এটা গ্রাহকের ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে এবং এসএমএস’র জন্য কোনও অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না। একজন গ্রাহক যত খুশি টিকিট কিনতে পারবেন।

লটারির ড্র অনুষ্ঠিত হবে আগামী ১৫ জানুয়ারি।

এ সেবা সম্পর্কে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ক্রিস টবিট বাংলানিউজকে বলেন, “এয়ারটেল সবসময় এমন সেবা প্রচলনে দৃঢ় প্রতিজ্ঞ যা মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সাহায্য করে। আর দুস্থ মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এটি একটি বড় সুযোগ ছিলো আমাদের জন্য। কয়েক হাজার মানুষের জীবন রক্ষার জন্য এ রকম একটি উদ্যোগের অংশ হতে পেরে আমরা গর্বিত।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ