1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর একজন নিষ্ঠাবান অনুসারীকে হারালাম: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১
  • ১৪০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক মন্ত্রী আবদুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার রাতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী দেশের রাজনীতিতে আবদুর রাজ্জাকের অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেন, ‘তার মৃত্যুতে জাতি একজন নিষ্ঠাবান রাজনীতিক ও বঙ্গবন্ধুর অনুসারীকে হারালো।’

প্রধানমন্ত্রী বলেন, আবদুর রাজ্জাক ছাত্রজীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আত্মনিয়ন্ত্রণাধিকার ও স্বাধীনতা সংগ্রামে বিশাল ভূমিকা পালন করেন।

শেখ হাসিনা বলেন, গতিশীল ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে আবদুর রাজ্জাক জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় এবং গণতান্ত্রিক আন্দোলনে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে মুজিব বাহিনীর অন্যতম কমান্ডার আবদুর রাজ্জাক মুজিব বাহিনীর সংগঠক ও প্রশিক্ষক ছিলেন।

শেখ হাসিনা আবদুর রাজ্জাকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

আবদুর রাজ্জাকের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ