1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

যুব এশিয়া কাপে সৌম্য ও হায়দারের রেকর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুন, ২০১২
  • ৯৫ Time View

কাতারের বিপক্ষে দু’দুটো রেকর্ড হয়েছে। এসিসির অফিসিয়াল ম্যাচ হওয়ায় সৌম্য সরকার এবং আবু হায়দারের কৃতিত্ব রেকর্ড বুকে থাকবে। অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেটে আগে কখনো কোনো ব্যাটসম্যান ইনিংসে ২০০ রান করেননি। এক ইনিংসে কোনো বোলার ৯ উইকেটও নেননি। অতএব যুব ক্রিকেটে ব্যাটসম্যান সৌম্য সরকার এবং পেস বোলার আবু হায়দার বিশ্ব রেকর্ডের অধিকারী।

কাতার ক্রিকেট দলকে অগ্নী পরীক্ষা দিতে হয়েছে বাংলাদেশের দুই যুবকের কাছে। কুয়ালালামপুরের সেলাঙ্গর টার্ফ ক্লাব মাঠে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৬৩ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ দল। এই রানের সিংহ ভাগ এসেছে ওপেনার সৌম্য সরকারের ব্যাট থেকে। তিনি ১৩৫ বলে ২০৯ রানের ঝড়ো ইনিংস খেলেন ২৭টি চার ও ৮টি ছয় হাঁকিয়ে। স্ট্রাইক রেট ১৫৪.৮১। কাতারের বোলারদের ওপর দিয়ে কি ব্যাটিং তান্ডবই না চালিয়েছেন সৌম্য।

প্রতিপক্ষ বিচারের হয়তো তার এই ইনিংসের গুরুত্ব দিতে চাইবে না অনেকে। কিন্তু ক্রিকেট সংশ্লিষ্ট যারা মাঠে উপস্থিত থেকে খেলা দেখেছেন তাদের কাছে এটি অসাধারণ একটি ইনিংস। বাংলাদেশ দলের অধিনায়ক আসিফ আহমেদ রাতুলও দারুণ ব্যাটিং করেছেন। ১১০ বলে তুলেছেন ৮৭ রান।

কাতার ক্রিকেট দলটি যে একেবারে নবীশ তা কিন্তু নয়। পাকিস্তান বংশোদ্ভূত ক্রিকেটারদের নিয়ে বাছাই পর্বে খেলে যুব এশিয়া কাপ খেলতে এসেছে। অভিষেক ম্যাচে তাদের যে অভিজ্ঞতা হয়েছে তা সুখের না। ৩৬৩ রান মোকাবেলা করতে গিয়ে অল-আউট হয়েছে ৩৫ রান। ৫.৪ ওভার বল করে ৯ জন ব্যাটসম্যানকে আউট করেছেন হায়দার। তাদের শেষ ব্যাটসম্যান ওমর ফারুক ক্রিজেই যাননি। তাহলে হয়তো ১০ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব গড়ে ফেলতেন হায়দার।

১১.৪ ওভার ব্যাট করে ৩৫ রান তুলেছে কাতার। তাদের ব্যাটসম্যানদের ব্যক্তিগত রান এদিক ওদিক বসিয়ে দিলে সুন্দর টেলিফোন ডিজিট হয় ৬, ০, ০, ৫, ০, ২, ১, ৯, ০, ০।

ঢাকায় বসে খেলার চিত্র বুঝার জন্য ক্রিকইনফোর স্কোর কার্ডই ভরসা। কিন্তু মালয়েশিয়াতে থাকা জাতীয় দলের সাবেক ফিল্ডিং কোচ মো. সালাউদ্দিন মোবাইলফোনে বাংলানিজকে খেলার একটা চিত্র তুলে ধরার চেষ্টা করেন, ‘কাতার দুর্বল প্রতিপক্ষ কিন্তু ফেলনা দল না। বাংলাদেশের খেলেছে তো তিনজন ক্রিকেটার। ব্যাটিংয়ে সৌম্য সরকার আর আসিফ আহমেদ। তারা সত্যিই ভালো ব্যাটিং করেছে। হায়দারের বলে পেস আছে। লাইন-লেন্থও ভালো। ছেলেটাকে কাজে লাগাতে পারলে দেশের জন্য সম্পদ হবে। সত্যি বলতে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ