1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

নিউজ এশিয়া পুরস্কার পেল এমিরেটস্ স্কাইকার্গো

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুন, ২০১২
  • ৮৬ Time View

এমিরেটস্ এয়ারলাইনের মালামাল পরিবহন শাখা-এমিরেটস্ স্কাইকার্গো সম্প্রতি চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত এশিয়ান ফ্রেইট অ্যান্ড সাপ্লাই চেইন অ্যাওয়ার্ডসে সেরা মধ্যপ্রাচ্য এয়ারকার্গো পরিবহনকারীর পুরস্কার পেয়েছে।

শীর্ষস্থানীয় পরিবহন ও লজিস্টিকস পত্রিকা- কার্গো নিউজ এশিয়া কর্তৃক আয়োজিত এ পুরস্কারটি এমিরেটস্ স্কাইকার্গো উপর্যুপরি ১৭বারের মতো এ পুরস্কার অর্জন করলো।

এমিরেটস্ স্কাইকার্গোর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন চীনে এমিরেটস্ কার্গো ম্যানেজার মাইকেল কু।

এমিরেটস্ স্কাই কার্গো, যাত্রীবাহী উড়োজাহাজের বেলিহোল্ড ও সাপ্তাহিক ৫টি শুধুমাত্র মালামাল পরিবহনকারী ফ্লাইটের সাহায্যে চীনের বেইজিং, সাংহাই ও গুয়াংজু থেকে সপ্তাহে ১,৩০০ টন কার্গো পরিবহন করছে।

চীনের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য গত এক দশক ধরে বার্ষিক ৩৫% হারে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে এবং সমগ্র মধ্যপ্রাচ্যে ইউএই হচ্ছে চীনের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার।

এমিরেটস্ বহরে বর্তমানে ৮টি কার্গো উড়োজাহাজসহ ১৭৪টি আধুনিক উড়োজাহাজ রয়েছে এবং বিশ্বের ১২৪টি গন্তব্যে যাত্রী ও কার্গো পরিবহন সেবা প্রদান করছে।

সম্প্রতি এমিরেটস্ স্কাইকার্গো উপযুপরি ২৪ বারের মতো এয়ার কার্গো নিউজ কর্তৃক প্রদত্ত বছরের সেরা কার্গো এয়ারলাইন পুরস্কার লাভ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ