দেশের পণ্যের মান নির্ধারণে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস-২০১২’ পালন উপলক্ষে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এবং ঢাকা চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
এবারের অ্যাক্রেডিটেশন দিবসের প্রতিপাদ্য বিষয় হলো- ‘অ্যাক্রেডিটেশন: সাপোর্টিং সেফ ফুড অ্যান্ড ক্লিন ড্রিংকিং ওয়াটার’।
শিল্পমন্ত্রী বলেন, “আমাদের দেশের পণ্য আন্তর্জাতিক কি-না তা নির্ণয়ের জন্য বিদেশি সংস্থার কাছে যেতে হয়। কিন্তু আমাদের দেশেই এখন সব ধরনের পণ্যে মান নির্ধারণ করা সম্ভব। বিদেশে পণ্যের মান যাচাইয়ে এ দেশের ব্যবসায়ীদের কোটি কোটি টাকা খরচ করতে হয়। এখন তারা ইচ্ছা করলে আমাদের দেশে তাদের পণ্যের মান নির্ধারণ করে বাজারজাত করতে পারে।”
তিনি বলেন, “উন্নত দেশগুলোতে তাদের পণ্যের মান নির্ধারণ করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে থাকে। আমাদের দেশে বিএসটিআইয়ে পণ্যের মান নির্ণয়ের জন্য বেশকিছু যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। যা পণ্যের মান নির্ণয়ে ভূমিকা রাখবে।”
দিলীপ বড়ুয়া বলেন, “বাংলাদেশে পণ্যের মান অ্যাক্রেডিট করা সম্ভব হলে ব্যবসায়ীদের অনেক খরচ কমে যাবে। এছাড়া ঢাকা ও আশপাশের এলাকায় খাবার পানির যথেষ্ট সংকট রয়েছে। তাই যেনতেন নাম দিয়ে অনেক কোম্পানি পানি বোতলজাত করে বাজারে বিক্রি করছে। যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিএসটিআই এবং বিএবি এদিকে এখন থেকে লক্ষ্য রাখবে এবং পণ্যের মান উন্ননে কাজ করে যাবে।”
ডিসিসিআই’র সভাপতি আসিফ ইব্রাহীমের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবিএম খোরশেদ আলম, বিএসবি’র সভাপতি অ্যাডভোকেট মঈনুদ্দিন মিয়াজী, মহাপরিচালক মো. আবু আব্দুল হক প্রমুখ।