1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থান নস্যাতের ষড়যন্ত্র ‍রুখতে ঐক্যের ডাক রাজনৈতিক দলগুলোর এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে : ডিএমপি কমিশনার হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ৪ স্তরের নিরাপত্তা, প্রবেশে নিষেধাজ্ঞা হাদির ওপর বর্বরোচিত হামলা গণতন্ত্রের ওপর আঘাত : মির্জা আব্বাস ষড়যন্ত্রকারীরা নেটওয়ার্ক বিস্তৃত করেছে, প্রশিক্ষিত শ্যুটার নিয়ে মাঠে নেমেছে: প্রধান উপদেষ্টা হাদির ওপর হামলা মানে বাংলাদেশের ওপর হামলা: সালাহউদ্দিন আহমেদ হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, আ.লীগের ষড়যন্ত্রের ছক: নাহিদ বিএনপির সহনশীলতার বিপরীতে মবোক্রেসির রাজনীতি দেখা যাচ্ছে: খসরু হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে সরকারকে ৪৮ ঘণ্টার ‘আল্টিমেটাম’

আন্তঃদেশীয় বাণিজ্যে ভূমিকা রাখতে ইয়াঙ্গুনে এবি ব্যাংকের প্রতিনিধি কার্যালয় উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুন, ২০১২
  • ৭৩ Time View

মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংকের প্রতিনিধি কার্যালয় (রিপ্রেজেন্টেটিভ অফিস) উদ্বোধন হয়ে গেলো বুধবার। এর মধ্য দিয়ে এবি ব্যাংকের ব্যাংকিং সেবার নতুন দিগন্ত উন্মোচন হলো।

ইয়াঙ্গুনে হোটেল সেডোনায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মায়ানমারের ইয়াঙ্গুন রিজিয়ন গভর্নমেন্ট অফিসের চিফ মিনিস্টার উ মিনসুয়ে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবি ব্যাংকের এই নতুন উদ্যোগের প্রতি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, “এবি ব্যাংক ইয়াঙ্গুনে তার সেবা কার্যক্রম চালু করে বাংলাদেশ-মিয়ানমারের যৌথ বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।“

একই অঙ্গীকার ব্যক্ত করেন এবি ব্যাংকের চেয়ারম্যান, দেশের প্রথম বেসরকারি ব্যাংকের উদ্যোক্তা এম ওয়াহিদুল হক। তিনি বলেন, “বাণিজ্যিক কারণে মিয়ানমার একটি গুরুত্বপূর্ণ দেশ। এমন একটি দেশে এবি ব্যাংক তার সেবা দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছে।“

এই সুযোগ দেওয়ার জন্য মিয়ানমার সরকারকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে দেশের বাইরে সেবা দেওয়ার অনুমতি দেওয়াতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিও ধন্যবাদ জানান এবি ব্যাংক চেয়ারম্যান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াঙ্গুন সিটি মেয়র ও  ইয়াঙ্গুন রিজিয়ন উন্নয়নমন্ত্রী উ লা মিন্ অর্থ ও রাজস্ব বিষয়ক ডেপুটি মিনিস্টার উ উইন থান, মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা।

অনুপ কুমার তার বক্তব্যে বলেন, “অনেক কিছুতেই এবি ব্যাংক প্রথম। ইয়াঙ্গুনেও বাংলাদেশের কোনো একটি ব্যাংকের প্রতিনিধি কার্যালয় এবি ব্যাংকের মাধ্যমে এসেছে। আমি আশা করি, সুষ্ঠু ও কার্যকর সেবার দেওয়ার মধ্য দিয়ে এবি ব্যাংক মিয়ানমারের জনগণের আস্থা  অর্জন করে আরও এগিয়ে যাবে।“

এবি ব্যাংকের প্রতিনিধি কার্যালয়ের এই উদ্বোধনীতে আরও উপস্থিত ছিলেন মিয়ানমারের বিদ্যুৎ ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী উ নিউন টুন উ, প্রাণিসম্পদ ও কৃষি বিষয়ক মন্ত্রী উ সু মিন, সীমান্ত ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী কর্নেল থিন উইন। প্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী উ থান মিন এবং  সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. মিন্ থিন।

এবি ব্যাংকের পরিচালক এম. এ. আউয়াল, ফিরোজ আহমেদ, ফাহিমুল হক, ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট এম এ আজিম, ইয়াঙ্গুন অফিসের প্রধান মো. মাহমুদুর রহমান বকুল, কর্মকর্তা তানভীর শামস ও শামীমা সিদ্দিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ধন্যবাদ জ্ঞাপনে এম ফজলুর রহমান বলেন, “এবি ব্যাংক ভারত, হংকং ও যুক্তরাজ্যে তার কার্যক্রম বিস্তার করেছে আরও আগে। মিয়ানমারের ব্যাংকিং সেবা কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে নতুন যে সুযোগ তৈরি হলো, তার সঠিক ব্যবহারের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক লেনদেনে ভূমিকা রাখবে এবি ব্যাংক।“

`ট্যালেন্টস অ্যান্ড মডেল`স এর শিল্পীরা উপস্থাপন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মিয়ানমারে নিজস্ব সংস্কৃতি তুলে ধরে উপস্থাপিত নাচে গানে তারা মাতিয়ে তোলেন বর্ণিল সন্ধ্যা। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্য, দূতাবাসের  উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক বিদেশি ব্যাংকের প্রধান ও কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ