1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

সেরা বাঙালি আমার সেরা সম্মান: সাকিব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মে, ২০১২
  • ৯৪ Time View

বাংলাদেশ ক্রিকেটে নবজাগরণ ঘটানোর স্বপ্ন নিয়ে এবার স্টার আনন্দর ২২ গজের সেরা বাঙালি সম্মাননাটা শুক্রবার সন্ধ্যায় নিলেন এই মুহূর্তের বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব উল হাসান। নাইট রাইডার্সের সাকিব ক্রিকেট বিশ্বকে দেখালেন কারও থেকে পিছিয়ে নেই বাংলাদেশ ৷ তার অলরাউন্ড পারফরমেন্সে ভর করেই বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় ৷ চতুর্থ ইনিংসে ৯৬ ৷ ম্যাচে ৮ উইকেট৷

ফেলে আসা বছরটা খুব ভাল কেটেছে তার ৷ ২০১১-র ডিসেম্বর আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা অলরাউন্ডার সাকিব ৷

২০০৯-এর জানুয়ারি থেকে ২০১১-র এপ্রিল- টানা আড়াই বছর একদিনের ক্রিকেটে বিশ্বের সেরা অলরাউন্ডারের নামও সাকিব ৷ ২০১২-র এশিয়া কাপে সিরিজ সেরাও তিনি ৷ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলা হয়ে গিয়েছে ইংলিশ কাউন্টি ক্রিকেটও৷

আর এই সব যখন বলা হচ্ছিল সেরা বাঙালির মঞ্চে, সাকিব নিশ্চয় খুশি হচ্ছিলেন সৌরভের শহরে থেকে এবছরে সেরা বাঙালি`র সম্মাননাটা নিতে।

মঞ্চ থেকে নেমে আসার পর বাংলানিউজের মুখোমুখি হয়ে সাকিব বললেন, ‌‌`আমি খুব খুশি। সেরা বাঙালি আমার সেরা সম্মান। তাও আবার সৌরভের শহরে।`

আর আইপিএল? এই প্রশ্নের উত্তরে বললেন, `এখন তাকিয়ে আছি ২৭ মে-র দিকে ৷ আইপিএল পঞ্চম আসরের ফাইনালে ট্রফিটা এবার জিততে চাই ৷`

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ