1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
যে দেশে চাকরির অনিশ্চয়তা, সেখানে টিকটক করে ডলার কামানো স্বাভাবিক : অর্ষা বিশ্ববাজারে বাড়লো সোনা-তেলের দাম, শেয়ারবাজারে ধস সংঘাতে সঙ্গে জড়িত না এমন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে স্বাগত চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা জামায়াতের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাংলাদেশে একমাত্র আমরাই ইসলামি দল: চরমোনাই পীর মার্কিন ভিসানীতিতে পরিবর্তন, ভারতীয়দের মাথায় হাত শেরপুরে জামায়াত নেতা নিহত, আমিরের কড়া বার্তা তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আবারও রাজনীতি করতে গিয়ে খুন হতে হবে কল্পনা করিনি : হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ ইউনিভার্সিটির সমাবর্তনে ৪৮০৪ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ৯২ Time View

বাংলাদেশ ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সমাবর্তনে ৪ হাজার ৮০৪ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর সনদ প্রদান করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বাংলাদেশ ইউনিভার্সিটির ডিগ্রিধারী ৪ হাজার ৮০৪ জন শিক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৫১০ জনকে স্নাতক ও ১ হাজার ২৯৪ জনকে স্নাতকোত্তর শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া ১৯ জন কৃর্তী শিক্ষার্থীকে স্বর্ণপদকে ভূষিত করা হয়। তাদের মধ্যে একজন আচার্য স্বর্ণপদক, একজন প্রতিষ্ঠাতা উপাচার্য স্বর্ণপদক এবং একজন বিদেশিসহ চারজনকে উপাচার্য স্বর্ণপদক দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিধির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আজ আপনাদের জীবনে একটি স্মরণীয় বরণীয় দিন। আপনাদের জীবনের একটি অধ্যায় শেষ হয়েছে, এখন নতুন আরেকটি অধ্যায় শুরু হবে। এ দিনটিকে স্মরণীয় রাখতে নতুন দিনগুলোকে যেন সুন্দরভাবে পরিচালিত হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে।

মন্ত্রী বলেন, আমরা সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য করে দেখি না। তাই সকলে যেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় সে জন্য ভর্তি, টিউশন ফিসহ সকল ব্যয় সহনীয় পর্যায়ে রাখতে হবে। দেশে নারী শিক্ষার অগ্রসর হয়েছে। জেন্ডার বৈষম্য কমেছে। আগামী তিন বছরের মধ্যে জেন্ডার বৈষম্য থাকবে না।

jagonews24

অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যামিরিটাস অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত ড. আলমগীর মোহাম্মদ সিরজউদ্দিন বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে। ফ্যাকাল্টি শিক্ষকরা তার নিজ মেধা-মননে সকল কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের কল্যাণে সরকার ও তার অঙ্গপ্রতিষ্ঠানগুলোকে সার্বিক সহযোগিতা করতে হবে। তবেই দেশ ও মানুষের কল্যাণে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ভুমিকা রাখতে সক্ষম হবে।

সমাবর্তনে অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক আনোয়ারুল হক শরীফ, ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান জামিল আজহার বক্তব্য রাখেন। এ ছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ