1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
যে দেশে চাকরির অনিশ্চয়তা, সেখানে টিকটক করে ডলার কামানো স্বাভাবিক : অর্ষা বিশ্ববাজারে বাড়লো সোনা-তেলের দাম, শেয়ারবাজারে ধস সংঘাতে সঙ্গে জড়িত না এমন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে স্বাগত চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা জামায়াতের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাংলাদেশে একমাত্র আমরাই ইসলামি দল: চরমোনাই পীর মার্কিন ভিসানীতিতে পরিবর্তন, ভারতীয়দের মাথায় হাত শেরপুরে জামায়াত নেতা নিহত, আমিরের কড়া বার্তা তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আবারও রাজনীতি করতে গিয়ে খুন হতে হবে কল্পনা করিনি : হাসনাত আবদুল্লাহ

কৃষি অর্থনীতি ছাত্র সমিতির সভাপতি ফাইজুল মহাসচিব তারিক

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ১৬৮ Time View

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছাত্র ফাইজুল ইসলামকে সভাপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের এম. এন খান তারিককে মহাসচিব করে বাংলাদেশ কৃষি অর্থনীতি ছাত্র সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ কৃষি অর্থনীতি ছাত্র সমিতি কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই কমিটির মেয়াদ হবে এক বছর।

পূর্ণঙ্গ কমিটিতে মোট সদস্য রয়েছেন ১০৫ জন। এরমধ্যে সহ-সভাপতি পদে রয়েছেন আশেক মো.আসিফ, নাঈম আহমেদ, মো. হায়দার খান সুজন, মুহিব হাসান, সৌরভ মোহন সাহা, আব্দুল মান্নান, কৃষ্ণ কৃপা আনন্দ, মো. আজিজুল হাকিম, মো.রুহুল আমীন, মাহাবুব এলাহী, মো. রাশেদুল ইসলাম, কামরুল হাসান, ফয়জুল কবির মিল্টন ও উদয় সরকার অভি। যুগ্ম-মহাসচিব হলেন শাওন আহমেদ, রোকনুজ্জামান রকি, শোভন কুমার মন্ডল, শাহজালাল আকন, জাবের রানা, মো. আলমগীর, শারমিন রিমা, মাহমুদুল হক শুভ, মাহবুব রনি, ইফাত হোসেন সজল, আব্দুর রহমান মিঠু, পলাশ চন্দ্র রায়, মাজহারুল ইসলাম ঝুমান ও রোমানা আক্তার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাওন তালুকদার, শেখ ইমতিয়াজ আকাশ, শাকিল আক্তার, মো.রফিকুল ইসলাম, মুর্শিদা আক্তার, রায়হান সোবাহান সায়েম, শাহরিয়ার রহমান, রোমানা আক্তার লিমা, ইমদাদুল হক মিলন, রাশেদুজ্জামান রোকন, মো. রাজিব হোসেন, মাহামুদা আক্তার মম, আবু তালহা সজিব, মো.আল ইমরান, মো. রুহুল আমিন, আল মুনীম, হেদায়েতুর রহমান, কায়েম মেহেদি, মো. আতিকুর রহমান, মো. আবীর হোসেন, জোবায়ের আকন্দ, জোবায়ের জীম। কোষাধ্যক্ষ রেজাউল কবীর সাগর; দফতর সম্পাদক মশিউর রহমান, উপ- দফতর সম্পাদক ষড়ানন চাকমা, আইন বিষয়ক সম্পাদক হিসেবে মো. অনিক হাসান দুর্জয়, প্রচার সম্পাদক ইশতিয়াক আহমেদ জাহিন, উপ-প্রচার সম্পাদক তামান্না মাস্তুরা, হিমাদ্রী শেখর, সবুজ মন্ডল, প্রতিক হাসান ও মওদুদ আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক মেহেদী হাসান, উপ-সমাজ কল্যাণ সম্পাদক শেখ আব্দুল কাইউম পিয়াল, এস আর সুজন, তানভীর হোসেন, শেখ শাহনেওয়াজ, রায়হান ও শামীম আহমেদ সাগর, ক্রিড়া সম্পাদক মো. রাশেদুল ইসলাম, উপ-ক্রিড়া সম্পাদক মুস্তারিয়া পারভীন, অন্তর, সাব্বির হোসেন, নুরুজ্জামান সাকির, আশিক ও বাধন মাতাব্বর, নারী বিষয়ক সম্পাদক সোনিয়া, সাইদা আক্তার জুই, সারমিন শিখা, সাদিয়া আফরিন প্রান্তি, রওনক আফরোজ ইভা, নাবীলা আক্তার, শারমিন রুশী ও মিশু বিনতে ওবায়েদ নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সহ-সম্পাদক নির্বাচিত হেয়েছেন নাইমুল ইসলাম, ফারিয়া ইসলাম, স্বপ্না, জিহাদ, আল্লামা ইকবাল, মো. শাহিন, হাসিব খান, মো.আরাফাত রহমান অভি ও ইমরুল ইসলাম। সদস্যরা হলেন- হাফিজুর রহমান, মো. রোকনুজ্জামান, মো.আফতারুল ইসলাম, এস এম ওয়ালিউল্লাহ, মুরতাফিয়াতুন জান্নাত, সাকিবুল ইসলাম, সাইফুল ইসলাম, ফরহাদ হোসেন সাগর, অন্তি সরকার ও আদনান আহমেদ।

উল্লেখ্য, কৃষি বিপণিসহ কৃষি সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে চাকরির জন্য কৃষি অর্থনীতিতে স্নাতক অর্জনকারীদের অগ্রাধিকার বিষয়ক চলমান আন্দোলনসহ সব বিশ্ববিদ্যালয়ে কৃষি অর্থনীতির ছাত্রদের সমস্ত যৌক্তিক আন্দোলনকে বেগবান করতে এই কমিটি কাজ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ