1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

৭ মার্চের ভাষণে জাতি উজ্জীবিত হয়েছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৩৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭ মার্চের ভাষণের মাধ্যমে জাতি উজ্জীবিত হয়েছিল। বঙ্গবন্ধু সেই সময় কী চেয়েছিলেন তিনি স্পষ্ট করে বলেছিলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় মঙ্গলবার জাতীয় সংসদে আনীত এ সংক্রান্ত নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

মঙ্গলবার জাতীয় সংসদে তোফায়েল আহমেদ এই প্রস্তাবটি আনেন। সেই ভাষণের আগে বঙ্গবন্ধু ও তার মাতার মধ্যে কথোপকথন তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন। এ নিয়ে দীর্ঘসময় সংসদে আলোচনার শেষে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু যে আন্দোলন শুরু করেছিলেন তারই ধারাবাহিকতায় ৭ মার্চের ভাষণ ছিল চরম মুহূর্ত। সেদিন তিনি শুধু স্বাধীনতার ঘোষণায় দেননি, বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তির কথা বলেছেন। তিনি যেমন একদিকে ইতিহাস তুলে ধরেছেন অন্যদিকে কী কী করতে হবে সেটাও বলেছেন। হরতালে কী কী শিথিল থাকবে তাও বলেছেন। তার অবর্তমানে তার নির্দেশগুলো যেন মানা হয় সেই নির্দেশ দেন তিনি। তার এই নির্দেশ মেনে বাঙালি যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল।

তিনি বলেন, এই ভাষণের প্রত্যেকটা লাইন যতবার পড়া যায় ততবারই মনে হয় নতুন করে পড়ছি। এখনও কিন্তু মুক্তির সংগ্রাম অব্যাহত রয়েছে। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। অর্থনৈতিক মুক্তি দেয়ার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন কিন্তু তা করতে পারেননি। আমরা এখন সেটা করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানিরা সেই বঙ্গবন্ধুর ভাষণ বন্ধ করতে পারেনি। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে নিষিদ্ধ করা হয়েছিল। বঙ্গবন্ধুর ভাষণ ৪৬ বছর ধরে এতবার বেজেছে যা হিসেব করলে অঙ্কে কুলাবে না।

তিনি বলেন, এর আগে পৃথিবীর ১০০টি ভাষণের মধ্যে জাতির পিতার ভাষণ ঠাঁই পেয়েছে। আড়াই হাজার বছরের ভাষণ নিয়ে এই ১০০টি ভাষণ স্থান পায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ