1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

ইভিএম’র ব্যাপারে ইসির সিদ্ধান্ত মেনে নেবে আ’লীগ: কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০১৭
  • ১২৩ Time View

ইভিএম নিয়ে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ তা মেনে নেবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রবিবার বিকালে ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে দলটির তৃণমূল নেতাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘আমরা আমাদের প্রস্তাব দিয়েছি। সেটা নিয়ে আলোচনা হবে, সংলাপ হবে, নির্বাচন কমিশন সবার মতামত নেবে। ইভিএম নিয়ে কমিশন যেটা করবে, আমরা সেটি মেনে নেব।’ তিনি বলেন, ‘আমাদের তো প্রস্তাব দেওয়ার অধিকার আছে। সেটি আমরা জানিয়ে দিয়েছি।’

সভায় তিনি বলেন, ‘বিএনপি ভিশন দিয়েছে, কিন্তু ডিজিটাল মানে না। ইভিএম মানে না। ভারতে কেজরিওয়াল ইভিএমে টেম্পারিং ধরতে খুব চেষ্টা চালিয়েছেন কিন্তু পারেননি।’

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ে অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘এর সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। এখন ফখরুল সাহেব গণতন্ত্রের ছবক দিচ্ছেন, কিন্তু যখন আমাদের কার্যালয়ে দফায় দফায় হামলা চালানো হয়েছিল, তখন গণতন্ত্র কোথায় ছিল?’

তৃণমূলকে দলের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘ইতিবাচক প্রচারণা চালাবেন, বিএনপির মত নেতিবাচক প্রচারণা না। তিলকে তাল, দিনকে রাত বানিয়ে প্রচারণা করবেন না।’ তিনি বলেন, ‘আমাদের ইতিবাচক প্রচারণার অনেক কিছু আছে, কাজ আছে, উন্নয়ন-অর্জন আছে। বিএনপির কোনো কাজ নেই। তাদের হাওয়া ভবন আছে। আর কি আছে? আছে বিদ্যুতের খাম্বা।’

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিভাগের চেয়ারম্যান এইচটি ইমাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ