1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন

নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ৭১ Time View

‘দেশ যাবে এগিয়ে, যাত্রা হোক নিরাপদ, নৌ আইন মানব এটাই হোক মোর অঙ্গীকার’ প্রতিপাদ্যে শুরু হয়েছে নবম বারের মতো দেশব্যাপী ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৭’। নৌপথের নিরাপত্তা ও দুর্ঘটনামুক্ত নৌপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ও সবার সচেতনতা বাড়াতে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে এ নৌ নিরাপত্তা সপ্তাহ। চলবে আগামী ২২ মে পর্যন্ত।

নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। এ ছাড়া নৌ পরিবহন মন্ত্রণালয় এবং নৌ পরিবহন অধিদফতরও যৌথভাবে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করছে।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, ‘নৌ পরিবহন নিরাপদ ও আধুনিক করতে নদীপথে চলাচলকারী লঞ্চমালিক, শ্রমিক, যাত্রীসাধারণকে অধিক সচেতন হতে হবে। ধারণ ক্ষমতার অধিক যাত্রী ও মালামাল পরিবহন রোধসহ নৌ পরিবহন সংক্রান্ত আইন যথাযথভাবে প্রয়োগ ও আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ খুবই জরুরি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রত্যন্ত অঞ্চলে স্বল্প মূল্যে যাত্রী ও মালামাল পরিবহনে নৌযানের কোনো বিকল্প নেই। এ জন্য প্রতিকূল আবহাওয়ায় নদীপথে চলাচলরত নৌযানগুলোকে যথাযথ সতর্ক ও সচেতন থাকার জন্য আমি নৌযান মালিক, মাস্টার ও যাত্রী সাধারণসহ নৌযান সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আশা করি, নৌ আইন মেনে চলার পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সচেতনতায় নৌযান ও নৌপথ আরও নিরাপদ হবে।’

নৌ পরিবহন অধিদফতর জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে নৌপথে চলাচলে ঝুঁকি মোকাবেলায় যাত্রী, মালিক, শ্রমিকসহ আপামর জনসাধারণের সচেতনতা সৃষ্টিতে নৌ নিরাপত্তা সপ্তাহ পালন করছে নৌ পরিবহন অধিদফতর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ