1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

ইবিতে ‘এফ’ ইউনিটের সাক্ষাৎকার শনিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ১২৩ Time View

ইসলামি বিশ্ববিদ্যায়ের ‘এফ ইউনিটের’ পুনঃভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার আগামী ১৩ মে শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের ১০৪ নং কক্ষে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, প্রশ্নফাঁস হওয়ার অভিযোগে গত ৬ মার্চ বাতিল করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। পরে ৬ মে হাইকোর্টের আপিল বিভাগ এ সিন্ধান্ত বহাল রাখলে পূর্বে ভর্তি হওয়া ১০০ জনের ভর্তি বাতিল হয়ে যায়।

গত ১৬ মার্চ ২০১৭ তারিখে অনুষ্ঠিত ২০১৬-২০১৭ শিক্ষাবষের ‘এফ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষায় মেধাতালিকায় (মেধাক্রমানুসারে ১ থেকে ১০০ পর্যন্ত) স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার আগামী ১৩ মে শনিবার অনুষ্ঠিত হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকায় মেধাক্রমানুসারে ১০১ থেকে ২০০ পর্যন্ত স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার আগামী ১৫ মে সোমবার সকাল ৯টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।

মেধা তালিকা থেকে ভর্তিচ্ছুদের ভর্তির যাবতীয় কার্যাদি আগামী ১৪ মে এবং অপেক্ষামান তালিকা থেকে ভর্তির সুযোগপ্রাপ্ত ভর্তিচ্ছুদের ভর্তির যাবতীয় কার্যাদি আগামী ১৫ মে’র মধ্যে সম্পন্ন করতে হবে। ক্লাস শুরু হবে আগামী ১৬ মে মঙ্গলবার থেকে।

সাক্ষাৎকারের সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি, এইচএসসি অথবা সমমান পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মূল সনদপত্র/প্রশংসাপত্র, মূল নম্বরপত্র এবং ৮(আট) কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ