1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন

শবে বরাতে বায়তুল মোকাররমে রাতভর ইবাদত

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০১৭
  • ৭৪ Time View

পবিত্র শবে বরাত উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রাতভর ইবাদত-বন্দেগির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

এদিন বায়তুল মোকাররমে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাত হবে।

সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আলোচনা করবেন ঢাকার মশুরীখোলা আহছানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. হেলাল উদ্দিন। রাত সাড়ে ১০টায় দোয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করবেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহিউদ্দীন কাসেম।

রাত সাড়ে ১১টায় শবে বরাত ও রমযানের তাৎপর্য নিয়ে আলোচনা করবেন ঢাকার তেজগাঁওয়ের মদিনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আবদুর রাজ্জাক। রাত ১২টা ৪০ মিনিটে যিকিরের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করবেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী।

এছাড়া রাত ১টা ৫৫ মিনিটে তাহাজ্জুদের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করবেন রাজধানীর তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ড. মাওলানা মুশতাক আহমদ।

সবশেষে আখেরি মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ