1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

আলু উৎপাদন এ বছরে ১ কোটি ১০ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০১৭
  • ৬৫ Time View

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, চলতি ২০১৬-২০১৭ অর্থবছরে দেশে আলুর উৎপাদন ১ কোটি ১০ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে।
আজ সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশ সপ্তম। গত অর্থবছরে আলু উৎপাদন হয় ৯৪ লাখ ৭৪ হাজার মেট্রিক টন।
তিনি বলেন, চলতি অর্থবছরে ১১টি জেলার ৪০টি উপজেলায় বসতবাড়িতে আলুর সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কার্যক্রম কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মতিয়া চৌধুরী বলেন, ইতোমধ্যে ৩০টি আলুর সংরক্ষণাগার নির্মাণ করা হয়েছে। এ ব্যাপারে স্থানীয়ভাবে আলু সংরক্ষণের কলা-কৌশলে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে আলু চাষীরা বসতবাড়িতে ৩ থেকে ৪ মাস আলু সংরক্ষণ করার বিষয়ে সচেতন হয়েছেন।
কৃষিমন্ত্রী বলেন, গ্রামের জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে আলুর বাণিজ্যিক ব্যবহার বৃদ্ধিসহ ক্ষুদ্র শিল্প স্থাপনে প্রণোদনামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
কৃষিমন্ত্রী এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, আম সংরক্ষণের জন্য বেসরকারি কোন উদ্যোক্তা এগিয়ে আসলে সরকারের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে।
এছাড়া মঙ্গলবার সংসদে সংসদ কার্যে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বে নিয়োজিত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বাংলাদেশ সরকারের কর্মকমিশনের ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ