1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

ইডেনে সবসময়ই আত্মবিশ্বাস থাকে: সাকিব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ এপ্রিল, ২০১২
  • ৭৮ Time View

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতা। বাংলাদেশের রাজধানী ঢাকা। প্রতিবেশী দুই দেশের এই দুটি স্থানের মধ্যে পাথর্ক্য শুধু দুরত্বে। তাই পরিবেশ ও সমথর্কের দিক দিয়ে কলকাতার ইডেন গার্ডেনে পারফরমেন্স করার সময় স্বদেশের মতোই সবকিছু অনুভব করেন টেস্ট ও একদিনের ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব গত বছরের মতো এই মৌসুমেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন কলকাতা নাইটরাইডার্সে হয়ে। এরই মধ্যে ব্যাটে-বলে নিজের সামর্থ্যরে পরিচয় দিয়েছেন বাঁহাতি এই ক্রিকেটার।

প্রতিযোগিতার প্রথম দুই ম্যাচে কলকাতার চূড়ান্ত একাদশে অন্তর্ভুক্ত হননি সাকিব। ম্যাচ উইনার এই ক্রিকেটারকে দলে না নিয়ে ব্যাপক সমালোচিত হন নাইটের নির্বাচকরা। এরপরই ডাক পান সাকিব। তিনি স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই জয়ের ধারায় ফেরে শাহরুখ খানের দল।

নিজেদের চারটি ম্যাচের মধ্যে দুটিতে টানা জয় পেয়েছে কলকাতা। এই দুটি ম্যাচেই অলরাউন্ড পারফরমেন্স করেছেন এশিয়া কাপের টুর্নামেন্ট সেরা সাকিব। রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারিয়ে জয়ের হাসি হেসেছে কলকাতা। জয়ের নায়ক সাবিক, ১৭ রানে রয়্যালসের গুরুত্বপূর্ণ তিন উইকেট শিকার করার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১৬ রান।

ইডেন গার্ডেনে খেলার বিষয়ে সাকিব বলেন, ‘আমি এখানে সবসময়ই ঘরোয়া পরিবেশ অনুভব করি। সত্যি বলতি কি, আমি ইডেনে বেশ আত্মবিশ্বাসী থাকি।’

একাদশে সুযোগ অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে সাকিব বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আমার দায়িত্ব পারফর্ম করা। আর দলে কাকে অন্তর্ভুক্ত করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন কোচ ও অধিনায়ক।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ