1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

আইসিটি বিভাগের সঙ্গে কাজ করবে বিসিএস

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ১৫৫ Time View

দেশে তথ্যপ্রযুক্তির উন্নতিতে আইসিটি বিভাগের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের নবনিযুক্ত ভারপ্রাপ্ত সচিব সুবীর কিশোর চৌধুরী ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নবনিযুক্ত নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বিসিএস  সভাপতি আলী আশফাক এ অঙ্গিকার করেন।

রোববার উভয় কর্মকর্তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে বিসিএস সভাপতি আলী আশফাক বলেন, তথ্যপ্রযুক্তির উন্নতিতে আইসিটি বিভাগের সঙ্গে বিসিএস একসঙ্গে কাজ করছে।নতুন কর্মকর্তাদের সহযোগিতা এবং পরোক্ষ তত্ত্বাবধানে বিসিএস দেশের তথ্যপ্রযুক্তিতে আরও বেশি ভূমিকা রাখতে পারবে বলে জানান তিনি।

এ সময় বিসিএস প্রতিনিধিদলে আরও ছিলেন বিসিএস এর যুগ্ম মহাসচিব নাজমুল আলম ভূঁইয়া এবং সহকারী সাধারণ ব্যবস্থাপক মোহাম্মদ হাসানুজ্জামান, বিসিসির পরিচালক তারেক এম বরকতউল্লাহ, পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন)  মোহাম্মদ এনামুল কবির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ