1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

৪৬ বছরের রেকর্ড ভাঙার সামনে দাঁড়িয়ে রোনালদো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ১০৮ Time View

পর্তুগিজ প্রিমেরা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ এবং স্প্যানিশ প্রিমেরা লিগা (লা লিগা)। ইউরোপের অবশ্যই শীর্ষ লিগগুলোর মধ্যে অন্যতম। ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা লা লিগাকে তো পৃথিবীর সেরা ফুটবল লিগ বলাই স্রেয়। এই তিনটি লিগে খেলে অনন্য একটি রেকর্ড গড়ার পথে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

লা লিগায় বুধবার রাতে লাস পালমাসের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে কোনমতে ৩-৩ ব্যবধানে ড্র করে সিআরসেভেন। এই দুই গোলের সঙ্গে সঙ্গেই ইউরোপিয়ান লিগগুলোতে রোনালদোর গোলসংখ্যা দাঁড়ালো ৩৬৫টি। বিরল একটি রেকর্ড গড়তে তার আর প্রয়োজন ১টি গোল। আর ২ গোল করলে তো চলে যাবেন এমন এক শীর্ষস্থানে, যেখানে তাকে ছুঁতে অন্যদের রীতিমত দিবা-স্বপ্ন দেখতে হবে।

ইউরোপিয়ান লিগগুলোতে খেলে সর্বোচ্চ ৩৬৬টি গোল করে শীর্ষে রয়েছেন ইংলিশ কিংবদন্তী জিমি গ্রিভেস। এই ইংলিশ ফুটবলার খেলেছেন চেলসি, এসি মিলান, টটেনহ্যাম হটস্পার এবং ওয়েস্টহ্যাম ইউনাইটেডের হয়ে। এই ক্লাবগুলোর হয়ে একের পর এক গোল করে গেছেন তিনি। শেষ পর্যন্ত নিজেকে নিয়ে গিয়েছেন ৩৬৬ গোলের চূড়ায়। যা ৪৬ বছর ধরে অক্ষুন্ন ছিল তার নামে।

জিমি গ্রিভসের কথা খুব কম মানুষই শুনেছেন হয়তো। যিনি হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২০১৫ সালে পরলোগ গমন করেছেন। অথচ, তিনি এমন এক রেকর্ড গড়ে গেছেন, যেটাকে গত ৪৬ বছর কেউ ছুঁতে পারেনি। বার্সার সুপার স্টার লিওনেল মেসিও অবশ্য রয়েছেন রোনালদোর পেছনে, এই রেকর্ড ছোঁয়ার দৌড়ে। মেসির গোল সংখ্যা ৩৩৩টি। তিনি অবশ্য খেলছেন শুধুমাত্র বার্সেলোনার হয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ