1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

শততম টেস্টটি স্মরণীয় করে রাখতে চান মিরাজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০১ Time View

দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে ঢাকা থেকে শ্রীলংকার বিমানে চেপে বসেছেন বাংলাদেশ টেস্ট দলের ক্রিকেটাররা। প্রায় তিনঘণ্টার বিমানভ্রমণ শেষে কলম্বোয় গিয়ে পৌঁছাবেন মুশফিক অ্যান্ড কোং। শ্রীলংকার উদ্দেশ্যে বিমানে চেপে বসার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি জানালেন, শততম টেস্ট খেলতে পারলে তাকে স্মরণীয় করে রাখতে চান।

মাত্রই কিছুদিন আগে অভিষেক মেহেদী হাসান মিরাজের। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে একক কৃতিত্ব ছিল মিরাজের। অভিষেকেই তিনি বাজিমাত করেন। এরপর থেকেই মিরাজ হয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অপরিহার্য সদস্য। মাত্রই কয়েকদিন আগে, ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন তিনি।

শ্রীলংকার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে বলতে গেলে স্পিন ডিপার্টমেন্টে মিরাজই বাংলাদেশের অন্যতম ভরসা। সাকিব আল হাসানের সঙ্গে জুটি বেধে মিরাজ প্রথম থেকেই প্রতিপক্ষের ওপর দারুণ চাপ তৈরি করতে পারেন। সংক্ষিপ্ত ক্যারিয়ারে দারুণ সাফল্যের দেখা পাওয়া মিরাজ এবারও আশা করছেন, শ্রীলংকার মাটিতে ভালো কিছু করে দেখানোর।

শ্রীলংকার বিপক্ষে ১৫ মার্চ শুরু হবে বাংলাদেশের শততম টেস্ট। সুযোগ পেলে এই টেস্টকে স্মরণীয় করে রাখতে চান মিরাজ। শততম টেস্ট নিয়ে তিনি বলেন, ‘চেষ্টা করবো ম্যাচটি স্মরণীয় করে রাখতে। শততম ম্যাচটি খেলার সৌভাগ্য হলে ভালো খেলতে চেষ্টা করবো।’

তবে স্বাগতিক শ্রীলংকা সম্পর্কেও বেশ সতর্ক মিরাজ, ‘ওরা অনেক অভিজ্ঞ দল। রঙ্গনা হেরাথসহ আরো বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় ওদের দলে রয়েছেন। তাদের মাটিতে খেলা, তাই সব দিক থেকেই ওরা এগিয়ে থাকবে।’

প্রতিপক্ষকে যতই সমীহ করুক, নিজেদের ওপরও আত্মবিশ্বাস রয়েছে মিরাজের, ‘আমাদের দলেও বিশ্বমানের ক্রিকেটার রয়েছেন। বিশেষ করে সিনিয়ররা অসাধারণ খেলছেন। জুনিয়ররাও দলের জন্য অবদান রাখছে। চেষ্টা থাকবে নিজের সর্বোচ্চটা দেয়ার। আমার পারফরমেন্সে দল জিতলে সেটা অনেক ভালো লাগার হবে। সেটাই চেষ্টা করবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ