1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

চকরিয়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৬৬ Time View

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং গয়ালমারা এলাকায় পর্যটকবাহী একটি মাইক্রোবাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে ছয়জন আহত হয়েছেন। আহতদের চকরিয়া পৌরশহরের জমজম হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক ঢাকার বাসাবোর আইয়াস আলীর ছেলে আমির হোসেন (৩৫),  কুমিল্লার হোমনার জিকুর স্ত্রী আয়েশা আকতার শিল্পী (২৫), নয়াপাড়ার আসাদুজ্জামান বাপ্পীর স্ত্রী  কুলসুমা আকতার সুমি (২৭), ঢাকার সবুজবাগ এলাকার বাসিন্দা গোলাম কিবরিয়া (৪০)।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর হারবাং গোয়ালমারা এলাকায় মাইক্রোবাসটি খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি জানান, শুক্রবার রাতে মাইক্রোবাসটি ঢাকার বাসাবো থেকে কক্সবাজার যাচ্ছিল। সকালে উক্ত এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে
খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত ছয়জনকে উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পরে অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান এসআই মো. হাসেম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ