বাংলাদেশকে ১৯৮ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ১৯৮ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সের খেলায় বাংলাদেশকে ১৯৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে শ্রীলঙ্কা। কলম্বোতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৭ রান তুলেছেন লঙ্কান নারীরা।

প্রথমে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা প্রথম উইকেট হারায়। সালমা খাতুনের শিকার হয়ে ১৯ রান করে সাজঘরে ফেরেন হানসিকা। অপর ওপেনার পেরেরার ব্যাট থেকে এসেছে ৩২ রান।

লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেছেন চামারি আতাপাত্তু। এরপর খুব একটা জুটি গড়তে পারেনি শ্রীলঙ্কা। ১২ রানে অপরাজিত ছিলেন প্রাবিধানী।

বাংলাদেশের সেরা বোলার সালমা খাতুন; ৯ ওভারে ৩টি মেডেনসহ ১৮ রান দিয়ে ৩ উইকেট পকেটে পুরেছেন। একটি করে উইকেট দখলে নিয়েছেন সুরাইয়া আজমিন, পান্না ঘোষ, খাদিজাতুল কোবরা, রোমানা আহমেদ ও শায়লা শারমিন।

খেলাধূলা