1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

রোলবল বিশ্বকাপের জন্য প্রস্তুত বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৫৫ Time View

পল্টন ময়দানে মাথা উঁচু করে দাঁড়িয়ে রোলার স্কেটিং কমপ্লেক্সে। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত এ কমপ্লেক্সটির নামকরণ হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম শেখ রাসেলের নামে। কেবল কমপ্লেক্স নির্মাণই নয়, দেশের অপ্রচলিত এ খেলার পেছনে সরকারের ব্যয় আছে আরো কোটি কোটি টাকা। এক কথায় মহাযজ্ঞ।

এর সবকিছুর পেছনে কারণ বিশ্বকাপ। আগামী ১৭ থেকে ২৩ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে চতুর্থ রোলবল বিশ্বকাপ। রোলবল হচ্ছে রোলার স্কেটিংয়ের একটি ক্যাটাগোরি। ১৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। আর ২৩ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশসহ এ রোলবল বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪০টি দেশ। এর মাধ্যমে নতুন ইতিহাস তৈরি হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে। এর আগে এত সংখ্যক দেশের অংশ গ্রহণে কোনো খেলার আন্তর্জাতিক প্রতিযোগিতার আসর বসেনি লাল-সবুজের দেশে।

অংশগ্রহনকারী দেশগুলো হচ্ছে- ভারত, আইভরিকোস্ট, সিয়েরালিওন, ওমান, ইংল্যান্ড, উগান্ডা, মিশর, ইরান, আর্জেন্টিনা, তানজানিয়া, লাটভিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, রুয়ান্ডা, গিনি, মিয়ানমার, ভুটান, ফিজি, হংকং, ফ্রান্স, চীন, বেনিন, নেপাল, থাইল্যান্ড, কেনিয়া, শ্রীলঙ্কা, ডেনমার্ক, সেনেগাল, বেলারুশ, তুরস্ক, সৌদি আরব, উরুগুয়ে, নেদারল্যান্ডস, ভিয়েতনাম, চাইনিজ তাইপে, জাম্বিয়া, স্লোভানিয়া, ফিলিপাইন ও স্বাগতিক বাংলাদেশ।

rollball
এ দেশগুলোর মধ্যে মহিলা দল আছে ২৭ দেশের। স্লোভানিয়া একমাত্র দেশ যারা অংশ নেবে শুধু মহিলা বিভাগে। বুধবার থেকে বিদেশি দলগুলো আসতে শুরু করেছে। দুপুর পর্যন্ত ৭ টি দেশ পৌঁছে গেছে ঢাকায়। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান জানিয়েছেন বৃহস্পতিবারের মধ্যে বাকি দলগুলো চলে আসবে।

এ বিশ্বকাপ উপলক্ষ্যে বুধবার নবনির্মিত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন, `বিশ্বকাপের খেলা হবে ৩ ভেন্যুতে। অন্য দুই ভেন্যু হচ্ছে মিরপুর উডেন ফ্লোর জিমন্যাসিয়াম ও পল্টন ময়দান সংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়াম।`

রোলবল বিশ্বকাপ বাংলাদেশে প্রথম হলেও বাংলাদেশের অংশগ্রহণ প্রথম নয়। এর আগে ২০১৫ সালে ভারতের পুণেতে অনুষ্ঠিত তৃতীয় বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিয়ে ৩৪ দেশের মধ্যে হয়েছিল সপ্তম। ঘরের মাঠের প্রথম বিশ্বকাপে বাংলাদেশ আরো ভালো করতে চায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ