1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:২২ অপরাহ্ন

মস্কোয় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৪৫ Time View

চীন এবং রাশিয়া যৌথভাবে আফগানিস্তানে ছয়টি দেশকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছে। চলমান অস্থিরতা নিরসনে ভারত এবং পাকিস্তানকেও ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লেভরভ এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন রব্বানির মধ্যে মঙ্গলবার এ বিষয়ে আলোচনা হয়েছে। এর পরেই রাশিয়ার গণমাধ্যমের তরফ থেকে জানানো হয়েছে, চলতি মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে অংশ নেবে রাশিয়া, চীন, পাকিস্তান, ইরান, আফগানিস্তান এবং ভারত।

তবে এই বৈঠকে যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হয়নি। এ থেকে একটি বিষয় ধারণা করা হচ্ছে যে, রাশিয়া এবং চীন আফগানিস্তানের জন্য একটি উপযুক্ত সমাধানের জন্যই এমন পরিকল্পনা করেছে।

এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হলেই ছয় দেশের ওই বৈঠকে অংশ নেবে যুক্তরাষ্ট্র।

সাতটি মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলেও আফগানিস্তানের বিষয়ে কোনো ধরনের ঘোষণা দেয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই প্রথম আফিগানিস্তানে তালেবান সমস্যা এবং সরকারের বিষয়ে আলোচনা করতে ভারতকে আমন্ত্রণ জানানো হলো। তবে পাকিস্তান সব সময়ই আফগান ইস্যুতে ভারতের ভূমিকার বিপরীতে অবস্থান করছে।

ভারতীয় গোয়েন্দা সংস্থা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলেও পাকিস্তান আশঙ্কা প্রকাশ করেছে। অপরদিকে, নয়া দিল্লির দাবী, আফগান তালেবান সংগঠনকে সহায়তা করছে পাকিস্তান।

রাশিয়া, চীন, পাকিস্তান এবং ইরান সরাসরি আফগান তালেবানের সঙ্গে কথা বলার আগ্রহ দেখিয়েছে। তবে আফগান ইস্যুতে পাকিস্তান এবং ভারতের মুখোমুখি অবস্থান কেমন হবে সে বিষয়টি এখনো পরিস্কার নয়। এ বিষয়ে পাকিস্তানের তরফ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ