1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

৪টি ক্যামেরা নিয়ে আসছে গুগলের ট্যাঙ্গো প্রযুক্তির ফোন লেনোভো ২ প্রো

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭
  • ১০৫ Time View

অবশেষে গুগলের ট্যাঙ্গো অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির স্মার্টফোন লেনোভো পিহাব ২ প্রো বাজারে ছেড়েছে। এটাকে ফোন না বলে অনেকে ফ্যাবলেট বলে মনে করছেন। ভারতের বাজারে ছাড়া হয়েছে ২৯৯৯০ রুপি মূল্যে। শ্যাম্পেন গোল্ড রংয়ে ফ্লিপকার্ট পাওয়া যাবে ফোনটি।

গত বছরের জুনে টেক ওয়ার্ল্ড শো-এ পিহাব ২ প্রো এর ঘোষণা দিয়েছিল লেনোভো। ফ্যাবলেটের দেহটা মেটালের তৈরি। এর মাধ্যমেই লেনোভো অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটি প্রথমবারের মতো তুলে দিচ্ছে ক্রেতাদের হাতে। এর ব্যাক প্যানেলে স্থাপন করা একাধিক ক্যামেরা ইন্নত অগমেন্টেড প্রযুক্তির ছবি তুলে ধরবে স্ক্রিনে। তিনটি মূল সেন্সেরের ভিত্তিতে কাজ করবে এটি। মোশন ট্র্যাকিং, ডেপথ পারসেপশন এবং এরিয়া লার্নিং সেন্সর একযোগো কাজ করবে।

এরিয়াল লার্নিংয়ের মাধ্যমে হ্যান্ডসেটের অস্থান দেখানো হবে। ডেপথ পারসেপশনের মাধ্যমে পিহাব ২ প্রো তার আশপাশের বস্তুগুলোর আকার-আকৃতি বিশ্লেষণ করবে। যন্ত্রটি শিক্ষা সংক্রান্ত বিষয়ে ব্যবহার করা যাবে।

নির্মাতা জানায়, ট্যাঙ্গো প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনোর কাজ সম্পর্কে ধারণাই বদলে দেবে পিহাব ২ প্রো। ঘরের ভেতরে বা বাইরে স্থান পরিমাপের ক্ষেত্রে মানুষ যেভাবে চিন্তা করে তা নতুনভাবে শেখাবে এই ফোন। ভবিষ্যতের অগমেন্টেড রিয়েলিটি ট্যুর, ইন্টেরিয়র ডেকোরেশন ইত্যাদির জন্য দারুণ কাজের এক ফোন।

অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড মার্শমেলো ৬.০। অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর, ৪ জিবি র‍্যাম এবং অভ্যন্তরে ৬৪ জিবি স্টোরেজ নিয়ে আসছে ফোনটি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি বাড়তি স্টোরেজ মিলবে।

মোট ৪টি ক্যামেরা রয়েছে এতে। সামনে রয়েছৈ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। পেছনে একটি ১৬ মেগাপিক্সেল আরজিবি ক্যামেরা, একটি মোশন ট্র্যাকিং ক্যামেরা এবং ডেপথ ট্র্যাকিং ক্যামেরা। ৬.৪ ইঞ্চি পর্দাটি কিউএইচডি, ২৫৬০x১৪৪০ রেজ্যুলেশনের আইপিএস ডিসপ্লে।

পিহাব ২ প্রো ডলবি অ্যাটমস সাউন্ড টেকনলজি নিয়েই আসছে। এটাই পৃথিবীর প্রথম ফোন যাতে ডলবির ৫.১ অডিও ক্যাপচার প্রযুক্তি যোগ করা হয়েছে। ব্যাটারিও দারুণ শক্তিশালী, ৪০৫০এমএএইচ। এক চার্জেও পুরোদমে ১৫ ঘণ্টা চলবে। ২.৪এক্স প্রযুক্তি চার্জিং ব্যবস্থা রয়েছে এতে। পেছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। সূত্র: গেজেট স্নো

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ