1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

‘উই ইউ’ বন্ধের ইঙ্গিত নিনতেন্দোর

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭
  • ৮৩ Time View

‘উই ইউ’ গেমস কনসোল উৎপাদন বন্ধ করে দেয়ার ইঙ্গিত দিয়েছে নিনতেন্দো। ২০১২ সাল থেকে এ কনসোল তৈরি করে আসছিল নিনতেন্দো। খবর বিবিসির।

নিনতেন্দোর আমেরিকার প্রেসিডেন্ট রেজি ফিলস-এইমি পলিগনকে বলেছেন, জেলডা: ব্রেথ অব দ্য ওয়াইল্ডই হচ্ছে ডিভাইসটির শেষ গেম।

তিনি বলেন, আমরা আসলেও উই ইউ-এর ‘জীবনে’র শেষ পর্যায়ে চলে এসেছি। মূল উই ডিভাইসের সফলতার সঙ্গে তাল মেলাতে উই ইউ-কে বেশ বেগ পেতে হয়। মার্চে এর জায়গা নিচ্ছে নিতেন্দো সুইচ কনসোল।

সর্বকালের অন্যতম সেরা গেম ফ্রাঞ্চাইজ লিজেন্ড অব জেলডা: ব্রেথ অব দ্য ওয়াইল্ডের ঘোষণা প্রথম আসে ২০১৩ সালে।

এখন শেষ পর্যন্ত গেমটি একসঙ্গে মুক্ত করা হচ্ছে উই ইউ এবং নিতেন্দো সুইচে।

নিতেন্দো এর আগেও ইঙ্গিত দিয়েছিল যে, উই ইউ হার্ডওয়্যার উৎপাদন শেষের পথে।

তবে ফিলস-এইমে বলেছেন, উই ইউ প্লেয়ারদের জন্য অনলাইনে সেবা অব্যাহত থাকবে। এছাড়া থার্ড-পার্টি পাবলিশাররা চাইলে সফটওয়্যার ছাড়তে পারবেন।

নিতেন্দোর সবেচেয়ে বেশি বিক্রিত ডিভাইস
• ডিএস (২০০৪) – হ্যান্ডহেল্ড – ১৫৪ মিলিয়ন বিক্রি
• গেম বয় (১৯৮৯) – হ্যান্ডহেল্ড – ১১৯ মিলিয়ন
• উই (২০০৬) – কনসোল – ১০২ মিলিয়ন
• গেম বয় অ্যাডভান্স – (২০০১) – হ্যান্ডহেল্ড – ৮২ মিলিয়ন
• এনইএস – (১৯৮৩) – কনসোল – ৬২ মিলিয়ন
• থ্রিডিএস – (২০১১) – হ্যান্ডহেল্ড – ৬২ মিলিয়ন
• এসএনইএস – (১৯৯০) – কনসোল – ৪৯ মিলিয়ন
• এনসিক্সটিফোর – (১৯৯৬) – কনসোল – ৩৩ মিলিয়ন
• গেমকিউব – (২০০১) – কনসোল – ২২ মিলিয়ন
• উই ইউ (২০১২) – কনসোল – ১৩ মিলিয়ন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ