1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

যা থাকছে আইফোন ৮-এ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭
  • ১৩২ Time View

অ্যাপলের আইফোন ৮-এ কি থাকবে আর কি থাকবে না, তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এবার সামনে এলো অ্যাপলের এই আপকামিং ফোন নিয়ে বেশ কিছু নতুন তথ্য।

জানা গেছে, আইফোন ৮-এ থাকছে না কোনো অ্যালুমিনিয়াম ব্যাক কভার। বদলে ফোনটিকে স্টেইনলেস স্টিল দিয়ে মুড়ে দেয়া হচ্ছে। সামনে থাকবে কাঁচ, যা ধাতব ফ্রেম দিয়ে ঘেরা থাকবে। চীনা সংবাদপত্র ডিজিটাইমে প্রথম প্রকাশিত হয় এই তথ্য। সেখানে আরও বলা হয়েছে যে, মার্কিন সংস্থা ফক্সকন ইলেকট্রনিক্স থেকে নেয়া হচ্ছে নতুন ফোনের উপাদান। এই সংস্থাই অ্যাপলে সঙ্গে গাঁটছড়া বেঁধে আইফোন ৪ তৈরি করেছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, সময় ও খরচ কমানোর জন্যই ব্যবহার করা হচ্ছে স্টেইনলেস স্টিল। ফলে খরচ কমছে ৩০ থেকে ৫০ শতাংশ। আইফোন ৮-ই হবে অ্যাপল সিরিজের সব থেকে পোক্ত স্মার্টফোন। নতুন ফোনে থাকবে ওলেড কার্ভ। ক্যামেরা ও স্পিকারের ক্ষেত্রেও থাকবে নতুনত্ব।

এর আগে আইফোন ৭-এর ক্ষেত্রে তারহীন ইয়ারফোন এনেছিল অ্যাপল। এবার স্ক্রিনের তলাতেই থাকবে ক্যামেরা ও স্পিকার। দুটোই আকার এতটাই ছোট হবে যা চোখে দেখা যাবে না। নানা ধরনের সেন্সর থাকবে ফোনটিতে। ফলে সহজেই স্ক্রিনে আসবে নানা রকমে তথ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ