1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

বরিশাল বোর্ডে জেএসসিতে পাশের হার ৯৭.৩৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬
  • ১২৯ Time View

বরিশাল শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিটেক (জেএসসি) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এ বছর বরিশাল বোর্ডে জিএসসিতে পাশের হার ৯৭.৩৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৫শ ৭০জন। যা গত বছরের চেয়ে পাশের হার ০.১২ ভাগ এবং জিপিএ-৫ ২ হাজার ১০৬টি বেশি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শিক্ষা বোর্ড মিলনায়তনে বোর্ডের সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ফল ঘোষণার সময় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বরিশাল বোর্ডের ১ হাজার ৭০১টি স্কুলের মধ্যে ৯১৯টি স্কুলের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। এর মধ্যে বরিশাল ক্যাডেট কলেজের ৫২ শিক্ষার্থীর সকলে জিপিএ-৫ পেয়ে পাশ করেছে।

এছাড়া ৫০ ভাগ বা তার চেয়ে কম পাশ করেছে দুটি স্কুলের শিক্ষার্থীরা। এরমধ্যে ভোলার চরফ্যাশনের সুলতান মিয়ার বাজার জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থীর মধ্যে ৪ জন এবং বরিশাল সদরের মোল্লার হাওলা অধ্যাপক শহীদুল ইসলাম জুনিয়র স্কুলের ৪ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২জন।

বোর্ডের অধিন জেলা পর্যায়ে এবারও প্রথম স্থান অক্ষুণ্ন রেখেছে পটুয়াখালী জেলা। এরপর পর্যায়ক্রমে রয়েছে বরগুনা, বরিশাল, পিরোজপুর, ভোলা এবং ঝালকাঠী। এসব জেলাও তাদের স্থান অক্ষুণ্ন রেখেছে।

বরিশাল বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৭ হাজার ৫শ ২০ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ১৩ হাজার ৭শ ৭৪ জন। বিভিন্ন গ্রেডে মোট পাশ করেছে মোট ১ লাখ ১০ হাজার ৭শ ৭১ জন শিক্ষার্থী।

বরিশালে জিপিএ-৫ এবং পাশের হার বাড়ার কারণ হিসেবে পড়ালেখার মান বাড়ার পাশাপাশি অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্তরিকতার কথা বলেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ