1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

ডিজিটাল আইসিটি মেলায় প্রযুক্তি পণ্যে বিশেষ ছাড়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ১০০ Time View

22রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) আয়োজিত শীতকালীন ডিজিটাল আইসিটি মেলায় চলছে প্রযুক্তি পণ্যে বিশেষ ছাড়-উপহার।

‘সাইবার সিকিউরিটি: দ্য অনলি ওয়ে টু ফ্লাই’ স্লোগানে অষ্টম বারের মত ছয় দিনব্যাপী শুরু হওয়া এই মেলা শেষ হচ্ছে মঙ্গলবার। মেলার আয়োজক কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি।

মেলা ঘুরে দেখা জানা গেছে বিভিন্ন পণ্যে ছাড় উপহারের সমাহার চলছে ক্রেতাদের জন্য। মেলায় ডেলের প্রতিটি ল্যাপটপের সঙ্গে পুরস্কার হিসেবে মাউস, পেনড্রাইভ, হেডফোন, হার্ডডিস্ক, ডেল ব্যাকপ্যাক ও ডেল মনিটর পাওয়া যাচ্ছে। আসুস ল্যাপটপের সঙ্গেও পাওয়া যাচ্ছে স্ক্র্যাচ কার্ড। আর পুরস্কার আছে রেফ্রিজেরেটর, জেন ফোন, জেকেট, টি-শার্ট ও অ্যান্টিভাইরাস।

ই-স্ক্যান অ্যান্টিভাইরাস কিনলে পাওয়া যাচ্ছে মোবাইল ফোন। কিউবি দিচ্ছে ৮৯৯ টাকায় মডেম। টিপি লিংকের পণ্য কিনলে ৫ হাজার টাকা পর্যন্ত পুরস্কার রয়েছে। ১৬ হাজার ৪৯৯ টাকায় আইলাইফের জেইডিএয়ার ১৪ ইঞ্চি ল্যাপটপ পাওয়া যাচ্ছে।

এ ছাড়া প্রতিদিন রয়েছে র্যাফল ড্র’র মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার। রয়েছে বিনামূল্যে ওয়াই-ফাই ব্যবহারের সুবিধা। আরও আছে সেলফি প্রতিযোগিতা।

আইসিটি মেলায় ল্যাপটপ ব্র্যান্ড ডেলের প্রতিটি ল্যাপটপ কিনলে একটি স্ক্র্যাচ কার্ড পাওয়া যাচ্ছে। আর এই স্ক্র্যাচ কার্ড ঘঁষে পুরস্কার হিসেবে রয়েছে মাউস, পেনড্রাইভ, হার্ডডিস্ক, ব্যাকপ্যাক এবং ডেল মনিটর।

আসুস ল্যাপটপ কিনে স্ক্র্যাচ কার্ডে পুরস্কার হিসেবে রয়েছে রেফ্রিজেরেটর, জেনফোন, জ্যাকেট, টি-শার্ট এবং অ্যান্টিভাইরাস। মেলায় ধামাকা অফার দিয়েছে ই-স্ক্যান অ্যান্টিভাইরাস। প্রতিটির সঙ্গে একটি করে মোবাইল ফোন দিচ্ছে বিনামূল্যে।

টিপি লিঙ্কের যেকোন পণ্য কিনলে পাওয়া যাচ্ছে স্ক্র্যাচ কার্ডে নগদ পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও রয়েছে জ্যাকেট এবং টি-শার্ট।

মেলায় বিশেষ অফারের মধ্যে রয়েছে সর্বনিম্ন মূল্যের ইনটেল কোয়াড কোর ১৪ ইঞ্চি মনিটরের জেড ল্যাপটপ। আই লাইফের এই ল্যাপটপ বিক্রি হচ্ছে ১৬ হাজার ৪৯৯ টাকায়।

এছাড়াও প্রতিদিন রয়েছে র্যাফল ড্র’র মাধ্যমে আকর্ষনীয় পুরষ্কার। রয়েছে গেইমিং জোন এবং ইসেটের বুথে রয়েছে সেলফি প্রতিযোগিতা। সেলফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিদিন পুরস্কার হিসেবে পাওয়া যাবে মোবাইল ফোন, হুডি এবং টি-শার্ট।

‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬ নামের এ মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রবেশ মূল্য ১০ টাকা। তবে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা প্রবেশ মূল্য ছাড়াই মেলা পরিদর্শন করার সুযোগ পাচ্ছে।

মেলায় সাড়ে ৬ শতাধিক প্রতিষ্ঠান সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির সর্বশেষ নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করছে।

এবারের মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানীকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক পণ্যও মেলায় প্রদর্শিত হচ্ছে। এছাড়াও রক্তদান কর্মসূচি, এন্ট্রিপাশের সাথে ফ্রি মুভি দেখার সুব্যবস্থা, ফ্রি ইন্টারনেট, ওয়াইফাই, গেমিং জোন, ফটোগ্রাফি ও সেলফি প্রতিযোগিতা, শিশু চিত্রাঙ্গন প্রতিযোগিতা, সিকিউরিটি সিস্টেম ও আধুনিক প্রযুক্তি পণ্যের প্রদর্শনীসহ নানা আয়োজন থাকছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ