মিরপুর থেকে: চলমান বিপিএলে নিজেদের শেষ ম্যাচ বা বিদায়ী ম্যাচটি জয় দিয়েই শেষ করলো মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুর রাইডার্সকে ৮ রানে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ান্সরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর একটায় নামে কুমিল্লা আর রংপুর। গতকালের ম্যাচেই রংপুর জয় পায় বরিশাল বুলসের বিপক্ষে। ফলে আসর থেকে কুমিল্লা ও বরিশালের বিদায় ঘটে। আসরের প্রথম থেকেই বাজে খেলা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা শেষ চার ম্যাচে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৪১তম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের দলপতি নাঈম ইসলাম। বিদায়ী ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ১৭০ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জবাবে, নির্ধারিত ওভারে ১৬২ রান তুলে থেমে যায় ৮ উইকেট হারানো রংপুরের ইনিংস।
কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার ইমরুল কায়েস। আরেক ওপেনার খালিদ লতিফের ব্যাট থেকে আসে ৪৩ রান। রংপুরের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট পান আরাফাত সানি ও রুবেল হোসেন।