1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

হ্যাকারদের কবলে সানফ্রান্সিসকোর পরিবহন ব্যবস্থা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ১০১ Time View

27যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরের অনলাইনভিত্তিক পরিবহন সেবার নেটওয়ার্কিং সিস্টেম হ্যাকারদের কবলে পড়েছে। খবর বিবিসির।

সোমবার হ্যাকাররা একটি রুশ ইন্টারনেট সেবা কোম্পানির নাম দিয়ে শহরটির পৌর পরিবহনে এজেন্সি সেবার সাইটটিতে অনুপ্রবেশ করে। এর ফলে শহরটির অনলাইনভিত্তিক যোগাযোগ কার্যক্রম বিকল করে দেয় হ্যাকাররা। এতে যাত্রী পরিবহন ব্যবস্থায় ভোগান্তি বেড়ে যায়।

হ্যাকাররা এ সিস্টেমটি ফিরিয়ে দিতে প্রায় ৭০ হাজার ডলার দাবি করেছে। এ টাকা দিতে হ্যাকাররা একদিন সময় দিয়েছে।

অন্যদিকে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শহরের যোগাযোগ কর্মকর্তারাও নেটওয়ার্কের সবক’টি মেশিন বন্ধ করে রেখেছেন।

হ্যাকাররা শহরের পরিবহন নেটওয়ার্কের সব কম্পিউটার নিষ্ক্রিয় করে দিয়েছে। এমনকি রেলস্টেশনের কম্পিউটারগুলোও এর হাত থেকে রেহাই পায়নি।

সানফ্রান্সিসকোর পৌর পরিবহন এজেন্সিটি স্থানীয়ভাবে ‘মিউনি’ নামে পরিচিত। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে রয়েছে ক্যাবল কার, ট্রেন, ট্রামগাড়ি ও বাস সেবার তত্ত্বাবধান করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ