1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

২০ বছর ধরে অচল জাবির সুইমিং পুলটি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ১৪৫ Time View

14২০ বছর ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের পাশে অবস্থিত সুইমিং পুলটি। প্রশাসনের অবহেলায় সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ অবকাঠামোটি।

সুইমিং পুলের ভিতরে পানি জমে থেকে শ্যাওলাসহ নানা রকম আবর্জনার কারণে নোংরা হয়ে পড়ে আছে এটি। সংশ্লিষ্ট এলাকায় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ঘটছে নানা অনৈতিক কর্মকাণ্ড।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, সুইমিং পুলটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৭৮ সালে। সুইমিং পুলের জন্য তৎকালীন ৪২ লক্ষাধিক টাকা বরাদ্দ দেওয়া হলেও নির্মাণ কাজ করতে সম্পূর্ণ বরাদ্দ এখানে ব্যবহার করা হয়নি। এই আবকাঠামোর টাকা পরবর্তীতে ব্যয় করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চসহ অন্যান্য কয়েকটি অবকাঠামোতে।

এছাড়া পরবর্তীতে সুইমিং পুলের কাজ সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসন সুনজর দেয়নি বলে শারিরীক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।

পর্যাপ্ত বরাদ্দের অভাবে করা হয়নি প্রয়োজনীয় দর্শক গ্যালারি, ড্রেসিং রুম এবং এর চারপাশের দেয়াল, ছাদ, টাইলস। নিরাপত্তার জন্য অলাদা লোকের বরাদ্দও দেওয়া হয়নি। নির্মাণ অসম্পূর্ণ থাকায় মাত্র ৮ বছরের মধ্যেই সুইমিং পুলের পানি সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হয় শারীরিক শিক্ষা বিভাগ। ফলে ২০ বছর ধরে বন্ধ রয়েছে এটি। এতে করে সুইমিং পুলের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।

কোনো প্রকার নিরাপত্তা না থাকায় একাধিকবার সুইমিং পুলের সিঁড়ি, হাতল, গেইট চুরি হয়ে গেছে। এছাড়া গেটে সার্বক্ষণিক প্রহরীর ব্যবস্থা না থাকায় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এখানে অবাধে চলাচল করে বহিরাগতরা। সুইমিং পুলের পরিবেশ নষ্ট করাসহ সন্ধ্যা হলেই মাদকাসক্তদের দখলে চলে যায় এর পুরো এলাকা।

শারিরীক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, চারপাশ ঘিরে রাখার মত কিছু না থাকায় সেখান থেকে অনেক কিছুই চুরি হয়ে গেছে। এছাড়া দেয়াল না দেওয়া হলে বহিরাগতদের প্রবেশ বন্ধ করাও সম্ভব নই।

বিভিন্ন সময় এই এলাকায় চুরি, ছিনতাই ও শ্লীলতহানির মত ঘটনা ঘটেছে বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়।

শারিরীক শিক্ষা অফিসের উপ-পরিচালক হাবিবা ইয়াসমিনের জানান, আন্তঃবিশ্ববিদ্যালয় সুইমিং প্রতিযোগিতায় সুইমিং পুলের অভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কেউ অংশগ্রহণ করতে পারে না। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুইমিং পুল আছে এবং তা যথাযথভাবে ব্যবহার করা যায় কিন্তু আমদের এখানকার সুইমিং পুল ব্যবহার করা যায় না।

swimming

তিনি আরো বলেন, সুইমিং হলো মাদার অব এক্সারসাইজ। যারা সাঁতার জানে তাদের জন্য সাঁতার কাটা দরকার।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেট চ্যাম্পিয়ন মামুন সরদার বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক টাকা ব্যয়ে নির্মিত সুইমিং পুলটি নষ্ট হচ্ছে। এটা সংস্কার করা হলে সবার জন্য ভাল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে অনেকেই ভর্তি হয়ে সাঁতার শেখে। এখানকার সুইমিং পুল ঠিক থাকলে অনেকেই সাঁতার শিখতে পারত। আবার অ্যাথলেটদের জন্যও অনেক উপকার হতো।

সুইমিং পুল মেরামতের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় অনেক প্রশাসনের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে উপ-পরিচালক বলেন, একাধিকবার প্রত্যেক প্রশাসনকেই এ ব্যাপারে জানানো হয়েছে কিন্তু ঠিক করা হয়নি। নতুন কোনো প্রকল্পের জন্য সহজে টাকা পাওয়া যায় কিন্তু পুরনো অবকাঠামো মেরামতের জন্য দ্রুত টাকা পাওয়া যায় না।

শারিরীক শিক্ষা অফিসের পরিচালক মো. সিফাতুল্লাহ বলেন, সুইমিং পুলটি আবার নতুন করে চালু করতে গেলে প্রায় এক কোটি টাকা প্রয়োজন। অথচ পুরো বিভাগের জন্য বার্ষিক খরচ দেওয়া হয় মাত্র ৮ লাখ ১০ হাজার টাকা। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ