অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজটি ইতোমধ্যে ২-০ ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ মঙ্গলবার ওভাল টেস্টে ইনিংস ও ৮০ রানের ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা। এখন স্টিভেন স্মিথের দলকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য সফরকারীদের। এমনটাই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘এটাই (অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ) এখন আমাদের লক্ষ্য। আমরা খুব করে এটা চাচ্ছি। ২-০ ব্যবধানে সিরিজ জিতে আত্মতুষ্টিতে ভুগতে চাই না। ২-১ ব্যবধানও চাই না। অস্ট্রেলিয়াকে আমরা এমন একটা পরিস্থিতিতে পেয়েছি যখন তারা চাপে আছে। এমন পরিস্থিতিতে সাধারণত অসিদের পাওয়া যায় না।’
এদিকে সতীর্থদের প্রশংসায় ডু প্লেসিস বলেন, ‘এই জয় দলের সমবেত প্রচেষ্টার ফসল। এই দলটা দারুণ কিছু অর্জনের জন্যই লড়ছে। দুই টেস্টে খুব একটা ভুল আমরা করিনি। এই ধাবাহিকতা ধরে রাখতে চাই। আমরা কিন্তু দুই-একজন খেলোয়াদের ওপর নির্ভর করছি না। একাদশে যারা আছে সবাই অনেক ভালো করছে। তাদের কাছ থেকে আপনি বিশেষ কিছু চাইতেই পারেন।’