1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন

আরো তিন জেলায় কারাগার নির্মাণ হচ্ছে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জানুয়ারি, ২০১৬
  • ১২০ Time View

1829দেশের আরো তিনটি জেলায় নতুন কারাগার নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্ণেল ফজলুল কবীর। শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর কারা অধিদফতর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত মোট ১০টি কারাগার নতুন করে নির্মাণ করার পরিকল্পনা হাতে নেয়া হয়। হাইসিকিউরিটি, গোপালগঞ্জ, ঝিনাইদহ, চাঁদপুর, নীলফামারি, মেহেরপুর, নাটোর, নেত্রকোনা, বি-বাড়িয়া ও সুনামগঞ্জ। এর মধ্যে নেত্রকোনা, সুনামগঞ্জ ও দিনাজপুরের কাজ শুরু হয়েছে। বাকি গুলোর কাজ শেষ হয়েছে।

তিনি আরো বলেন, বিভিন্ন প্রকল্পের আওতায় দেশে আরো ৭টি কারাগার নির্মাণ, সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ চলছে।
এছাড়া বর্তমানে বরগুনা, পটুয়াখালি, ঝালকাঠী ও বরিশালের কারাগার পুনঃনির্মাণ করা হচ্ছে।

এসব কারাগারে আধুনিক সব সুবিধা, দক্ষ জনবল নিয়োগের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। যা ফলে মানুষের নেতিবাচক ধারণার পরিবর্তন হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ