1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

নির্বাচনী অঙ্গীকার পূরণের শেষধাপ এবারের বাজেট : অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মার্চ, ২০১২
  • ৭৭ Time View

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১২-১৩ অর্থবছরের বাজেট হবে সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণের শেষ ধাপ। বর্তমান সরকারের নির্বাচনী বাজেট ধারাবাহিকভাবে পূরণ করে আসছে। এবারের বাজেটের মাধ্যমে বাকি কাজগুলো পূরণে সচেষ্ট থাকবে সরকার।

বৃহস্পতিবার দুপুরে অর্থমন্ত্রণালয়ে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)’র ডিভিডেন্ড-এর চেক হস্তান্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় আইসিবি ১০ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার চেক অর্থমন্ত্রণালয়কে হস্তান্তর করে।

অর্থমন্ত্রী বলেন, ‘চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেট বাস্তবায়নে বেশ কিছু ঝুঁকি ছিল। সরকার দক্ষতার সঙ্গে এসব ঝুঁকি মোকাবিলা করেছে।
চলতি বাজেটের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী বাজেট প্রণয়ন করা হবে’ উল্লেখ করে তিনি জানান, ‘আগামী ৬ এপ্রিল থেকে বাজেট নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা শুরু করা হবে’।

মন্ত্রী আরো বলেন, ‘আগামী বাজেটের পরবর্তী বাজেট হবে এ সরকারের শেষ বাজেট। কিন্তু সেটা বাস্তবায়নে এ সরকার ৬ মাসের বেশি সময় পাবে না। সুতরাং ওই বাজেটকে বর্তমান সরকারের ৬ মাসের বাজেটও বলা যেতে পারে’।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো কোনো মহলের আশঙ্কার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের অর্থনীতি নিয়ে শঙ্কা প্রকাশের কোনো অবকাশ নেই’। তিনি বলেন, ‘গত ২০০৯ সালে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের অর্থনীতি অনেক দূর এগিয়েছে। রির্জাভ, রফতানি, রেমিটেন্স প্রবাহের পরিমাণ গত ৩ বছরে অনেক বেড়েছে’।

ডেসটিনি গ্রুপের কার্যক্রম নিয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রেরিত এক প্রতিবেদন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে এখন কিছু বলতে চাই না। আইনের ফাঁক-ফোকর দিয়ে অনেক কিছু হচ্ছে। এ বিষয়ে আইন করা হচ্ছে। আইনের মাধ্যমে এসব অনৈতিক কার্যক্রম বন্ধ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ