1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

ফরিদপুরে আউটসোর্সিং প্রতিষ্ঠান পিক্সেলারের যাত্রা শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬
  • ২৪৯ Time View

1412বর্তমান সময়ে দেশের সবচেয়ে বড় খাত হলো ফ্রিল্যান্স আউটসোর্সিং। দেশের হাজার হাজার তরুণ ঘরে বসেই ফ্রিল্যান্সিং করছে। এতে করে যেমন দেশের উন্নয়ন হচ্ছে তেমনি স্বাবলম্বী হচ্ছে দেশের তরুণ সমাজ। এই দক্ষ ফ্রিল্যান্সার শুধু ঢাকা কেন্দ্রিক হয়, এখন গড়ে উঠছে দেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে। দক্ষ ফ্রিল্যান্সার গড়ে তুলতে সরকারি ও বেসরকারি পর্যায়ে গ্রহণ করা হচ্ছে নানা উদ্যোগ।

ফ্রিল্যান্সিং সেক্টরকে আরও এগিয়ে নিতে এবং দক্ষ ফ্রিল্যান্সার তৈরির করার লক্ষ্যে ১ জানুয়ারি থেকে ফরিদপুর জেলায় ফ্রিল্যান্স আউটসোর্সি প্রতিষ্ঠান পিক্সেলার ইন্সটিটিউট তাদের যাত্রা শুরু করেছে।

প্রতিষ্ঠানটি ২ বছরের ধরে ঢাকায় ফ্রিল্যান্সার তৈরির কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই এখন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদে কর্মরত। প্রতিষ্ঠানটিতে রয়েছে এক দল অভিজ্ঞ প্রশিক্ষক।

বর্তমানে গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা বিশ্বব্যাপী, দেশেও রয়েছে এর প্রচুর চাহিদা। ডিজাইনারদের চাহিদার কথা চিন্তা করে পিক্সেলার ইন্সটিটিউট প্রাথমিক অবস্থায় ফরিদপুরে ডিজাইন সেবা চালু করেছে।

পিক্সেলারের প্রধান নির্বাহী হাসানুজ্জামান রুবেল বলেন, ২০১৮ সাল নাগাদ মোবাইল অ্যাপ্লিকেশনের বাজার গিয়ে দাঁড়াবে ১০০ বিলিয়ন ডলারে। এই যে বিপুল পরিমাণ অ্যাপ্লিকেশন তৈরির চাহিদা, এই অ্যাপ্লিকেশনগুলোর ডিজাইন করার জন্য প্রচুর ডিজাইনার লাগবে। তাই আমরা ফরিদপুরে দক্ষ ডিজাইনার তৈরির উদ্যোগ হাতে নিয়েছি। খুব অল্প মূল্যে প্রশিক্ষনার্থীরা পাবে বিশ্ব মানের প্রশিক্ষণ। আমরা এখানে তৈরি করেছি কম্পিউটার ল্যাব।

তিনি আরও বলেন, সব কিছুই এখন শহর কেন্দ্রিক হয়ে গেছে। কিন্ত আউটসোর্সিং খাতকে এগিয়ে নিতে হলে প্রয়োজন দেশের সকল স্তরে দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করা। আর সেই কাজটিই করে পিক্সেলার ইন্সটিটিউট।

বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন www.institute.pixelrr.com। সব সময় তথ্য পেতে ফেসবুক পেইজের সঙ্গে থাকুন facebook.com/PixelrrInstitute

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ