1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

বছরের প্রথম নায়িকা অমৃতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারি, ২০১৬
  • ৩১০ Time View

1353বছরের প্রথম দিনই শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। সে হিসেবে বছরের প্রথম নায়িকা তিনিই। বলছি দীর্ঘদিন পর বড় পর্দায় কামব্যাক করা অমৃতা খানের কথা।

সম্প্রতি তিনি ‘ময়না পাখির সংসার’ শিরোনামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। আর তার শুটিং শুরু হয়েছে ১ জানুয়ারি থেকে। ছবিটি পরিচালনা করছেন পরিচালনা করছেন রায়হান মুজিদ। এতে অমৃতার বিপরীতে রয়েছেন রোজ।

অমৃতা বলেন, ‘অনেকদিন পর নতুন চলচ্চিত্রে কাজ করছি। বেশ ভালো লাগছে। এই ছবির গল্পটা বেশ দারুণ। আমার চরিত্রটাও উপভোগ্য হবে দর্শকদের কাছে। নির্মাতা যত্ন নিয়ে ছবিটি তৈরি করছেন। এখানে একটি টিম হয়ে কাজ করছি সবাই। ছবিটি ব্যবসা সফল হলেই আমাদের পরিশ্রম সার্থক হবে। বছরের প্রথম ছবি হিসেবে ময়না পাখির সংসারের জন্য সবার শুভকামনা চাই।’

অমৃতা জানান, ময়না পাখির সংসার ছবির কাজ শুরু হয়েছে গতকাল ঢাকার অদূরে নরসিংদীতে। গ্রামীণ পরিবেশে রোমান্টিক গল্পে নির্মিত এ ছবিতে আরো অভিনয় করছেন সাদেক বাচ্চু, লীনা আহমেদ, সাগর প্রমুখ।

এদিকে এই ছবিতে অমৃতার চরিত্রে প্রথম চুক্তিবদ্ধ হয়েছিলেন আরেক নবাগতা তানহা তাসনিয়া। কিন্তু শিডিউজল জনিত সমস্যা ও হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়ান তানহা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ