1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

কন্যা সন্তানের মা হয়েছেন ডিজে সনিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
  • ১৩৭ Time View

1026মন দেয়া নেয়ার পর বিয়ে করেছিলেন অভিনেত্রী ও ডিজে মারজিয়া কবির সনিকা। বছর যেতে না যেতেই এবার ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন এই সুন্দরী। গেল রোববার তিনি কন্যা সন্তানের মা হয়েছেন।

তারিন রহমান নামে সনিকার তার এক আত্মীয় সনিকার নবজাতকের ছবি প্রথম ফেসবুকে আপলোড করেন। ছবিটির ক্যাপশনে ডিজে সনিকা ও তার স্বামী জয়নুল আদি ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সে দেখেই সনিকার মা হওয়ার খবরটি ছড়িয়ে পড়ে।

তারপর সনিকার ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে রোববার রাতেই ফেসবুকে সদ্য ভূমিষ্ঠ কন্যার ছবি আপলোড করে কন্যা ও তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেন সনিকার স্বামী সেজান। পাশাপাশি রোববার দিবাগত রাতে সনিকা নিজেও একটি স্ট্যাটাস দেন- ‌‌‘ঘুমাইতে দেয় না রে!!! খালি একটু পর পর টেউ টেউ পেউ পেউ…..’ এসময় তিনি স্ট্যাটাসের ফিলিং দেন ফানি। যার ফলে সনিকার মা হওয়ার খবরটি নিশ্চিত বলে মনে করছেন শোবিজের সবাই।

প্রসঙ্গত, এই বছরের মার্চে পাত্র চট্টগ্রামের ছেলে জয়নুল আদি ইসলাম সেজানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এর আগে দীর্ঘদিন তারা চুটিয়ে প্রেম করে বেড়িয়েছেন।

রাজধানী ঢাকায় সনিকার জন্ম এবং বেড়ে ওঠা। মা আমিনা খাতুন মিনা রেডিওতে গান করতেন। বাসায় গান শোনার নিয়মিত চর্চা ছিল বলেই ধীরে ধীরে গানকে কেন্দ্র করে ডিস্ক জকি (ডিজে) পেশায় যুক্ত হন। যদিও ইচ্ছা ছিল আইনজীবী অথবা বিমানকর্মী হওয়ার। এরপর কিছু নাটকেও অভিনয় করে প্রশংসিত হন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ