1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন

আমেরিকায় বন্দুকধারীদের হামলা : গুলিবিদ্ধ ১৬

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
  • ১৪৯ Time View

প্যারিস হামলার পর থেকেই আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব। তার মধ্যে আমেরিকায় 1বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটল। নিউ অর্লিন্সের একটি মাঠে বন্দুকধারীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১৬ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাথমিক তদন্তে বলা হয়েছে, এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের কোনও সম্পর্ক নেই। দুটি দলের মধ্যে বচসা থেকেই এই হামলার সূত্রপাত। স্থানীয় সময় গতকাল রবিবার সন্ধে ৭টার দিকে এই হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একটি মিউজিক ভিডিও-র শুটিংয়ের সময় এই হামলা হয়। ওই সময় মাঠে প্রায় ৫০০ লোক জড় হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই বন্দুকধারী আচমকা জনবহুল ওই মাঠের মধ্যে গুলি চালাতে শুরু করে। মানুষজন যে যেদিকে পারে দৌড়ে পালায়। আহতদের মধ্যে ১০ জনকে নিউ অর্লিন্সের ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। হামলাকারীরা এখনো ধরা পড়েনি। পুলিশ তল্লাশি চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ