1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন

বাড়িতেই তারা অজগর পুষছেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫
  • ১৭৬ Time View

পাকিস্তানের বন্দর নগরী করাচিতে নিজ বাড়িতেই অজগর পুষছে হাসান হোসেইন এবং 13হামজা হোসেইন নামে দুই ভাই। অজগরগুলোর মধ্যে কোনটি ২০ ফুট আবার কোনটি ১২ ফুট। এর মধ্যে অস্বাভাবিক রংয়ের অজগরও রয়েছে। তারা জানিয়েছেন, অজগর সপ্তাহে একবার মাত্র খাদ্য গ্রহণ করে। বড় সাপগুলো তাজা ইঁদুর খায়। আর ছোটগুলোকে খাবার হিসেবে দেয়া হয় ছোট সাদা ইঁদুর। অজগরের বিষ নেই এবং সাধারণ ভাবে মানুষকে আক্রমণ করে না। তবে এ জাতীয় সাপ মানুষকে আক্রমণ করতে পারে বলে স্বীকার করেন তারা। অবশ্য তাদেরকে সাপ ঘরে পোষার জন্য সিন্ধুর বন্যপ্রাণী বিভাগ অনুমোদন দিয়েছেন বলে জানান তারা।
অবশ্য করাচি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ড. আনসার রিজভি বলেন, অজগর অনায়াসে কুমিরকে পেঁচিয়ে দমবন্ধ করে মেরে ফেলতে পারে। এ জাতীয় সাপ কেউ ঘরে পোষে না। তিনি বলেন, ১৪ ফুট সাপ অনায়াসে একজন মানুষকে দমবন্ধ করে মেরে খেয়ে ফেলতে পারে। আমেরিকায় অজগর সাপ নিজ কেয়ারটেকারকে দমবন্ধ করে মেরে ফেলেছে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি স্বীকার করেন, সাপ স্বভাবে আগ্রাসী নয় এবং ক্ষুধার্ত বা বিরক্ত না করলে মানুষকে হামলা করে না।
জানা যায়, সম্প্রতি হাসান হোসেইন এবং হামজা হোসেইন আমেরিকার একটি কোম্পানি থেকে ৭৫টি বাচ্চা এবং ২৫টি বড় অজগর আমদানি করেছে। গত বছর এ দুই ভাই ১৬টি আমেরিকা থেকে ১৬টি অজগর আমদানি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ