ফের ভূকম্পন অনুভূত হল নেপালে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.০। আজ
বৃহস্পতিবার সকালে এই কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন নেপালবাসী। এদিন ভোর ৪ টা ১৫ মিনিট নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমা-ুর কাছে।
এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। তবে আগে থেকে ভূমিকম্প বিপর্যস্ত এলাকাগুলিতে বাড়ি ঘর পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সরকারি সতর্কবার্তায় সুনামির আশঙ্কার কথা জানানো হয়েছে। সমুদ্র থেকে দূরে থাকার কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৫ এপ্রিল নেপালের ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১০,০০০ মানুষের মৃত্যু হয়।